Misty Jannat : জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি
Misty Jannat : জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি |
জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি : মিষ্টি জান্নাত
ঢালিউড প্রতিবেদক: সম্প্রতি সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি লঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে যান অভিনেতা জায়েদ খান ও অভিনেত্রী মিষ্টি জান্নাত। সে মূহুর্তের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এমন একাধিক ভিডিওতে দেখা যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে জায়েদ খানের সঙ্গে হাটছেন মিষ্টি জান্নাত। সাধারণ মানুষ তাদের ঘিরে ধরেছে। একসময় জায়েদ খানের হাত ধরে লঞ্চে ওঠেন মিষ্টি।
Misty Jannat : জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি |
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জায়েদ খানকে নিয়ে নিজের ও পরিবারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, ‘জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাঁধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরও আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি।’
লঞ্চ উদ্বোধন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। এর আগে বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। সে আমার হাত ধরে ছিল বলে আমার সাহস হয়েছে। নাহলে সম্ভব হতো না।’ এসব কথা বলার সময় জায়েদ খান এ অভিনেত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর বড় পর্দায় মুক্তি পেয়েছে মিষ্টি জান্নাত অভিনীত চলচ্চিত্র ‘ফুলজান’। গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। এতে আরও অভিনয় করেছেন সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, শিলা, পাপিয়া প্রমুখ।
হাঙ্গামা/সানজানা