Mia Khalifa : সালমানের হাত ধরে এবার বলিউডে মিয়া খলিফা
![]() |
Mia Khalifa : সালমানের হাত ধরে এবার বলিউডে মিয়া খলিফা |
সালমানের হাত ধরে এবার বলিউডে মিয়া খলিফা
বলিউড প্রতিবেদক: এক যুগ আগে পর্নো দুনিয়া থেকে বলিউড ভাইজান সালমান খানের ‘বিগ বস’-এ এসেছিলেন অভিনেত্রী সানি লিওনি। এরপর বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। আর এবার শোনা যাচ্ছে পর্নো ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক তারকা মিয়া খলিফার কথা। শোনা যাচ্ছে, ওটিটি বিগ বসের দ্বিতীয় সিজনে এবার বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন মিয়া।
পুরো বলিউডে এমন গুঞ্জন চললেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি মিয়া খলিফা। গণমাধ্যমে তিনি বলেছেন, ‘অফার পেয়েছি। কথা চলছে। এখনো চূড়ান্ত হয়নি।’
খুব অল্প সময়েই পর্নো দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেন মিয়া। তবে আপাতত এই ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন তিনি। তাতেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং এখনও প্রথম সারির স্টারের তালিকায় রাখা হয় তাকে।
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় খলিফা। নিয়মিতই নানান ছবি ভিডিও আপলোড করেন। সেই মিয়াকেই এবার দেখা যাবে বিগ বসে। অনেকে মনে করছেন সানি লিওনির পর এবার হয়তো তাকেও দেখা যাবে বলিউডের পর্দায়। তবে এই প্রথম নয়, এর আগেও বিগ বসে আসার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মিয়া। তখন তিনি স্পষ্ট বলেছিলেন, বিগ বসে আসবেন না। এমনকী, ভারতেই তিনি পা রাখবেন না বলে জানিয়েছিলেন। তবে এবার নাকি বিগ বসে আসার জন্য রাজি হয়েছেন এই নীল তারকা।
টেলিপর্দার বিগ বসের পর ওটিটির সঞ্চালনাও করছেন সালমান খান। এর আগের সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। তবে এবারের সিজনে শুধুই মিয়া খালিফাই নন, শোনা যাচ্ছে, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকীও থাকতে পারেন বিগ বসে।
হাঙ্গামা/অভিজিৎ