Hero Alom : বগুড়ায় নয়-ছয় করে হারানোর প্রতিবাদে ঢাকায় ভোট করছি

Hero Alom : বগুড়ায় নয়-ছয় করে হারানোর প্রতিবাদে ঢাকায় ভোট করছি
Hero Alom : বগুড়ায় নয়-ছয় করে হারানোর প্রতিবাদে ঢাকায় ভোট করছি


বগুড়ায় নয়-ছয় করে হারানোর প্রতিবাদে ঢাকায় ভোট করছি: হিরো আলম


বিশেষ প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। ১৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘ আমার পেছনে কেউ নেই। ভবিষ্যতে যদি কোনো দলে যোগ দেই তাহলে বুঝবেন তখন আমার পেছনে কেউ আছে। আমি স্বতন্ত্র প্রার্থী, বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে নেই। বগুড়ার দুই উপনির্বাচনে আমাকে নয়-ছয় করে হারানো হয়েছে। এখানে (ঢাকায়) আমার অংশগ্রহণ একটা প্রতিবাদের মশাল বলতে পারেন। এজন্যই আমি ভোট করছি।’

তিনি বলেন, ‘বারবার তারা আমাকে কেন হারাইতেছে? আমার জেতা ভোট, কেন ক্ষমতা বুঝে পেলাম না। তারই পরিপ্রেক্ষিতে ভোট করছি। ওরা ওইখানে আমাকে হারাইছে। এখানে আমাকে হারাবে কি না আমি দেখবো। সুষ্ঠু নির্বাচন হলে আমাকে হারাতে পারবে না।’

গাজীপুর ও বরিশাল সিটি নির্বাচনের তুলনা টেনে হিরো আলম বলেন, ‘গাজীপুরের নির্বাচন দেখে মনে হয়েছে ঢাকাতেও সুষ্ঠু ভোট হবে। তবে বরিশালের নির্বাচন আপনারা দেখেছেন। বরিশালের মতো ভোট হলে জিততে পারবো না।’

এই আসনে মূলত এলিট শ্রেণির মানুষের বসবাস। তাদের ভোট পাবেন কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এলিট বলতে আপনি কী বোঝাতে চান? তারা ভোট দিতে আসেন কি না সেটা ভোটের দিন দেখবেন। কয়টা লোক আসে দেখবেন। শুধু ওইখানে এলিট শ্রেণি আছে, এর বাইরে নাই? শিক্ষিত লোক শুধু ওই এলাকায় আছে? কড়াইল বস্তি, ভাসানটেকে শিক্ষিত ব্যক্তি থাকে না? সব কি ওই এলাকায় থাকে?’

মনোনয়নপত্র জমা দিয়ে রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইনকে হিরো আলম বলেন, ‘আমরা অনলাইনে কিন্তু (ফরম) পূরণ করিনি। আমরা চেষ্টা করেছি। খালি বলে... আপনার সার্ভার দুর্বল। টাকা ব্যাংকে জমা দিয়েছি, (কিন্তু অনলাইনে মনোনয়ন ফরম জমা দিতে পারিনি)।’

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url