Darshana Banik : ‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় ঢাকার সিনেমা থেকে বাদ কলকাতার নায়িকা!

Darshana Banik : ‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় ঢাকার সিনেমা থেকে বাদ কলকাতার নায়িকা!
Darshana Banik : ‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় ঢাকার সিনেমা থেকে বাদ কলকাতার নায়িকা!


‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় ঢাকার সিনেমা থেকে বাদ কলকাতার নায়িকা!

Darshana Banik : ‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় ঢাকার সিনেমা থেকে বাদ কলকাতার নায়িকা!
Darshana Banik : ‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় ঢাকার সিনেমা থেকে বাদ কলকাতার নায়িকা!


বিশেষ প্রতিনিধি: ঢাকার সিনেমা ‘লিপস্টিক’-এ আদর আজাদের বিপরীতে অভিনয় করার কথা ছিল কলকাতার নায়িকা দর্শনা বণিকের। তবে গত সোমবার রাতে তার জায়গায় সিনেমাটির নায়িকা হিসেবে নেওয়া হয়েছে পূজা চেরিকে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু।

Darshana Banik - দর্শনা বণিক
Darshana Banik - দর্শনা বণিক,


দর্শনা বণিককে সিনেমা থেকে বাদ দেয়ার ব্যাপারে তিনি বলেন, ‘দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। ’

Darshana Banik - দর্শনা বণিক
Darshana Banik - দর্শনা বণিক


এদিকে দর্শনা বণিক বলেছেন ভিন্ন কথা। অভিযোগ তুলেছেন কুপ্রস্তাবের। ২২ জুন (বৃহস্পতিবার) রাতে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘কলকাতায় এসে জহির বাবুদের (আব্দুল্লাহ জহির বাবু) সিনেমাটিতে সই করানোর কথা ছিল। তারা কবে আসবেন জানার জন্যই আমি মেসেজ করেছিলাম। তার পরেই উল্টোপাল্টা প্রস্তাব আসে। সেগুলো আমি পাত্তা দিইনি এবং বুঝিয়ে দিই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তিবোধ করছি। তার পর আর কোনও রকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে।’

Darshana Banik - দর্শনা বণিক
Darshana Banik - দর্শনা বণিক


তিনি বলেন, ‘এরপর হঠাৎ জানতে পারছি যে, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে চরিত্রটি থেকে। ভিসা সংক্রান্ত ব্যাপার এটি নিশ্চয়ই নয়। না হলে তো আমি জানতে পারতাম। এখন চারিদিকে খবরে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন একটাই, তারা যে ধরনের মেসেজ আমায় করেছিলেন, তার বদলে তেমন কোনো উত্তর পাননি বলেই কি সিনেমাটা থেকে আমাকে বাদ দেওয়া হলো?’

Darshana Banik - দর্শনা বণিক
Darshana Banik - দর্শনা বণিক


এর আগে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দর্শনা। মুক্তির অপেক্ষায় আছে এ জুটির সিনেমা ‘অন্তরাত্মা’। ইতোমধ্যেই তাকে মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দেখা গেছে।

Darshana Banik - দর্শনা বণিক
Darshana Banik - দর্শনা বণিক


হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url