Cheboksary FIlm Festival : রাশিয়ায় অ্যাওয়ার্ড জিতলো ‘আম কাঁঠালের ছুটি’

Cheboksary FIlm Festival : রাশিয়ায় অ্যাওয়ার্ড জিতলো ‘আম কাঁঠালের ছুটি’
Cheboksary FIlm Festival : রাশিয়ায় অ্যাওয়ার্ড জিতলো ‘আম কাঁঠালের ছুটি’ 


রাশিয়ায় অ্যাওয়ার্ড জিতলো ‘আম কাঁঠালের ছুটি’ 


বিশেষ প্রতিবেদক : রাশিয়ার চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ষোড়শ আসরে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতেছে দেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’। যার ইংরেজি নাম ‘সামার হলিডে’। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এ বিষয়টি আমাদের নতুন সময়কে পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। 

নূরুজ্জামান বলেন, ‘অনেক ভালো লাগছে দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা এমন একটি পুরস্কার জিতেছে। আসলেই আমার চিন্তায়ও ছিল না বিশ্বের এত ভালো সিনেমার সঙ্গে লড়াই করে এমন পুরস্কার জিতবো।’

২৬ মে থেকে ১ জুন পর্যন্ত রাশিয়ার চেবাক্সারিতে চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ষোড়শ আসরের মূল প্রতিযোগিতায় অফিশিয়াল সিলেকশন হয়েছিল বাংলাদেশি চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। বিশ্বের বিভিন্ন দেশের নৃতত্ত্ব ও আঞ্চলিক স্বকীয়তার প্রতিনিধিত্ব করা চলচ্চিত্র নিয়ে আয়োজিত হয়েছে এ উৎসব।

শিশুতোষ ঘরানার  এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে। গত বছরের ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এশিয়ান পার্স্পেক্টিভ বিভাগে ছবিটির আরও একটি প্রদর্শনী হয় সেখানে। 

চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন- লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। অন্যদের মধ্যে ছিলেন- ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ। চলতি বছরের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url