Casino : ঈদে আসছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

Casino : ঈদে আসছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’
Casino : ঈদে আসছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’


ঈদে আসছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’


ঢালিউড প্রতিবেদক: আসন্ন ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখিয়েছেন রাজিব সরোয়ার। ঈদে মুক্তি প্রতীক্ষিত হাফ ডজন সিনেমার মধ্যে হল বুকিংয়ে এখনও কিছুটা এগিয়ে আছে সিনেমাটি।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিনেমাটির প্রযোজক। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক নিরব ও নায়িকা শবনম বুবলীসহ সংশ্লিষ্টরা।

এ সময় নিরব বলেন, ‘শুটিং শেষ করার পরপর সিনেমাটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ‘ক্যাসিনো’।’

বুবলী বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, ভালো লাগছে। ইতোমধ্যেই সিনেমার প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছে। এছাড়া গানটিও আপনারা দেখলেন, আমি মনে করি এটাও আপনাদের পছন্দ হবে। থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, দর্শকরা সিনেমাটি পছন্দ করবে।’

সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের।

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url