Budget : বাজেট বৃদ্ধির দাবিতে প্রতিবাদে নামবে সম্মিলিত সাংস্কৃতিক জোট

Budget : বাজেট বৃদ্ধির দাবিতে প্রতিবাদে নামবে সম্মিলিত সাংস্কৃতিক জোট
Budget : বাজেট বৃদ্ধির দাবিতে প্রতিবাদে নামবে সম্মিলিত সাংস্কৃতিক জোট


বাজেট বৃদ্ধির দাবিতে প্রতিবাদে নামবে সম্মিলিত সাংস্কৃতিক জোট


বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবনা করেন। জাতীয় এই বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেটের তুলনায় ৬২ কোটি টাকা বেশি। গত অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বাজেট ছিলো ৬৩৭ কোটি টাকা। কিন্তু এতে সন্তুষ্ট নয় সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ বাজেটে সংস্কৃতি খাত উপক্ষিত হয়েছে দাবি করে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস আমাদের নতুন সময়কে বলেন, ‘আমরা বিগত দশ বছর ধরেই সংস্কৃতি খাতে এক শতাংশ বাজেট দাবি করছে আসছি। অথচ প্রতিবছরই আমাদের দাবির দশ ভাগের এক ভাগও এ খাতে বরাদ্দ দেয়া হয়না। এবছর টাকার অংকে বাজেট কিছুটা বাড়লেও মূলত আগের বছরের তুলনায় কমেছে। গত অর্থবছরে এখাতে বাজেট ছিল .০৯৩৯ শতাংশ, আর এ বছর কমিয়ে .০৯১৭ শতাংশ প্রস্তাব করা হয়েছে। সুতরাং বিগত বছরগুলোর মতো এবারও সরকারের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাত উপেক্ষিত।’

তিনি বলেন, ‘আমারা সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি, সংস্কৃতির যে বিষয়গুলো বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সার্বজনিন সংস্কৃতি হুমকির মুখে পড়বে- তার জন্য সংস্কৃতি খাতকে উপেক্ষার কোনো সুযোগ নেই। অথচ তার প্রতিফলন আমরা প্রস্তাবিত বাজেটে পাইনি।’

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ জানান, সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে ৩ জুন বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। এরপর সভায় সংস্কৃতি খাতের বাজেট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। 

হাঙ্গামা/জেনিফার
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url