Al Pacino : ৮৩ বছর বয়সে বাবা হলেন অভিনেতা আল পাচিনো
![]() |
Al Pacino : ৮৩ বছর বয়সে বাবা হলেন অভিনেতা আল পাচিনো |
৮৩ বছর বয়সে বাবা হলেন অভিনেতা আল পাচিনো
হলিউড প্রতিবেদক: কয়েক দিন আগেই জানা গিয়েছিলো ৮৩ বছর বয়স্ক অস্কারজয়ী অভিনেতা আল পাচিনোর বাবা হওয়ার কথা। অবশেষে চতুর্থবারের মতো পিতৃত্বের স্বাদ নিলেন বর্ষীয়ান এই মার্কিন অভিনেতা। জানা গেছে, ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন তার ২৯ বছরের প্রেমিকা নূর আলফাল্লাহ। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেতাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তার অনুরাগীরা। পাচিনো ও নূর সদ্যোজাত ছেলের নাম রেখেছেন রোমান পাচিনো।
২০২২ সালের এপ্রিল মাস থেকে পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নূর। গত বছর ৮২তম জন্মদিনে প্রথমবার নূরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাকে। করোনার সময় থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর শুরু। তারপর প্রেম। আর সম্পর্কের বয়স ১ বছর পেরোতে না পেরোতেই দুই থেকে তিন হলেন তারা।
সদ্যোজাত রোমান ছাড়াও পাচিনোর আরও তিন সন্তান রয়েছে। যার মধ্যে দুটি সন্তান বেভারলি ডি’অ্যাঞ্জেলোর সঙ্গে এবং একজন জন ট্যারান্টের সঙ্গে। আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর, তার মা অভিনয় প্রশিক্ষক জন ট্যারান্ট। পরের দুটি সন্তান অ্যান্টন ও অলিভিয়া যমজ, যাদের মা ‘গডফাদার’ অভিনেতার প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি’অ্যাঞ্জেলো।
হাঙ্গামা/এলেক্স