72 Hoorain : ‘৭২ হুর’ নিষিদ্ধের দাবি ভারতীয় মুসলিম নেতাদের

72 Hoorain : ‘৭২ হুর’ নিষিদ্ধের দাবি ভারতীয় মুসলিম নেতাদের
72 Hoorain : ‘৭২ হুর’ নিষিদ্ধের দাবি ভারতীয় মুসলিম নেতাদের


‘৭২ হুর’ নিষিদ্ধের দাবি ভারতীয় মুসলিম নেতাদের


বলিউড প্রতিবেদক: ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক বিতর্কিত সিনেমা ‘৭২ হুর’। এই ছবি নিয়ে কাশ্মীরের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক নেতারা নিন্দা করেছেন। তারা দাবি করছেন, এই সিনেমা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

জম্মু ও কাশ্মিরের গ্র্যান্ড মুফতি নাসির উল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘এটি সম্পূর্ণ বিতর্কিত, বিশেষ করে মুসলমানদের অনুভূতিতে আঘাত করে। আমরা এই শিরোনামটি মেনে নেব না। এই চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করা দরকার। যারা এই ধরনের সিনেমা নির্মাণ করছেন তাদের বোঝা উচিত যে, এই ধরনের চলচ্চিত্রগুলো বন্ধুত্বের অপরিপন্থী। দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে।’ এই বিষয়ে খুব শিগগিরই সভা আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমরা চাই না যে এই বিতর্ক ছড়িয়ে পড়ুক এবং আমরা এই বিষয়টি ভারত সরকারের কাছে তুলে ধরতে যাচ্ছি। সমস্ত মুসলিম সংগঠনকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলব। এই সিনেমার প্রযোজকদের কাছে আমার বার্তা হলো যে, তাদের বোঝা উচিত মুসলমানরা ভারতে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় এবং তাদের মর্যাদা, সম্মান এবং শান্তির সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। তাদের সেই মনোভাব নিয়ে বাঁচতে দেওয়া উচিত।’

পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সুহেল বুখারি বলেন, ‘এমন একটি সিনেমা যা শুধুমাত্র সাম্প্রদায়িকই নয় বরং বেশ বিপজ্জনক এবং এটা সমাজকে খণ্ডিত করে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি করে।’

জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন বিজেপি নেতা দারাকশান আন্দ্রাবি বলেন, ‘সিনেমা অর্থ উপার্জন করার একটা উপায়। জিনিসগুলো ভাইরাল করার জন্য চলচ্চিত্র নির্মাতারা এমনভাবে তৈরি করেন। এটি আমাদের দেশ বা জীবনের ওপরে সেভাবে প্রভাব ফেলবে না। চলচ্চিত্রের প্রেক্ষাপট পুরোপুরি বুঝতে হলে প্রথমে আমাদের ছবিটি দেখতে হবে।’

বিজেপির সাধারণ সম্পাদক অশোক কৌল জানিয়েছেন, ‘৭২ হুর’ নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে তা কাম্য নয়। এই জিনিস নিয়ে বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না।’

উল্লেখ্য, সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ও অশোক পন্ডিত সহ-প্রযোজিত ছবিটি ভারতীয় প্রেক্ষাগৃহে ৭ জুলাই মুক্তি পাবে। যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা ও আমির বশির।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url