72 Hoorain : ‘কাশ্মির ফাইলস’, ‘কেরালা স্টোরি’র পর বিতর্কে ‘৭২ হুরেঁ’

72 Hoorain : ‘কাশ্মির ফাইলস’, ‘কেরালা স্টোরি’র পর বিতর্কে ‘৭২ হুরেঁ’
72 Hoorain : ‘কাশ্মির ফাইলস’, ‘কেরালা স্টোরি’র পর বিতর্কে ‘৭২ হুরেঁ’


‘কাশ্মির ফাইলস’, ‘কেরালা স্টোরি’র পর বিতর্কে ‘৭২ হুরেঁ’


বলিউড প্রতিবেদক: ‘দ্য কাশ্মির ফাইলস’ দিয়ে বিতর্কের শুরু। এরপর মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’, যা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এর মাঝেই নতুন বিতর্ক নিয়ে হাজির আরও একটি চলচ্চিত্র। নাম ‘৭২ হুরেঁ’। রবিবার (৪ জুন) সিনেমাটির ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছে। আর তারপরই আলোচনা শুরু করেছে সঞ্জয় পূরণ সিং চৌহানের এই চলচ্চিত্রটি।

ফার্স্ট লুক টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের কথা। ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জন্নাতের দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’ পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, “দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হন।’

‘৭২ হুরেঁ’ সিনেমাটির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘এই সিনেমাটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলো শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোনও সম্পর্ক নেই। এই বিষয়গুলো শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্যবহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।’

২০১৯-এ গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হয়েছিল সিনেমাটি। আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সঞ্জয় পুরাণ সিংয়ের ‘৭২ হুরেঁ’।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url