6/45 : ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা

ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা
ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা 


ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা 


বিশেষ প্রতিবেদক : কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দেশের দর্শকদের জন্য সুখবর হচ্ছে শুক্রবার (০২ জুন) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিনেমা ‘৬/৪৫’। সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা এটি। কমেডি ঘরানার সিনেমাটি ইতোমধ্যেই বক্সঅফিস মাতিয়েছে। এটি নির্মাণ করেছেন কোরিয়ান পরিচালক পার্ক গাইয়ু-তাই।

একটি বিজয়ী লটারি টিকিটের ওপর কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘৬/৪৫’। একজন দক্ষিণ কোরিয়ার সৈন্য লটারিটি খুঁজে পেয়েছিল, কিন্তু একদিন এটি উত্তর কোরিয়ায় উড়ে যায় এবং একজন উত্তর কোরিয়ার সৈন্য খুঁজে পায়। এই সামরিক কমেডিটি দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি এলাকায় ঘটে।

জায়গাটি ডিমিলিটারাইজড জোন নামেও পরিচিত। যদিও বাস্তবে এটি একটি উত্তেজনাপূর্ণ এলাকা। লটারি টিকেটকে ঘিরে তৈরি হয় দারুণ এক গল্প। হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী দর্শকদের বিনোদন দেয় সিনেমাটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় এটি। কোরিয়ান বেশ কিছু পুরস্কারও জিতে নিয়েছে ‘৬/৪৫’।

হাঙ্গামা/আইরিন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url