The Kerala Story : এবার কলকাতায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’

The Kerala Story : এবার কলকাতায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’
The Kerala Story : এবার কলকাতায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’


এবার কলকাতায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’


বিশেষ প্রতিনিধি: ৫ মে মুক্তি পেয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন নির্মিত হিন্দী সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। যা মুক্তির আগেই বিতর্কের জন্ম দিয়েছে। বেশকিছু সংগঠন ও রাজনৈতিক দল ইসলাম নিয়ে প্রোপাগান্ডার অভিযোগ তুলে সিনেমাটি নিষিদ্ধের দাবি তুলেছিলো। যা আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু আদালত সিনেমাটির পক্ষে রায় দেয়ায় এর মুক্তি ঠেকাতে পারেনি সংগঠনগুলি।

অবাক করা ব্যাপার হলো তেমন চেনা কোনো শিল্পী না থাকা সত্ত্বেও মুক্তির পর বক্স অফিসে ঝর তুলেছে ‘দ্য কেরালা স্টোরি’। সবকিছু পেরিয়ে দুর্দান্ত ব্যবসা করে চলছিল এ সিনেমা। তবে অবশেষে নিষিদ্ধ হয়ে গেল সিনেমাটি। ইতোমধ্যেই তামিল নাড়ুর সব প্রেক্ষাগৃহ থেকে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গেও সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

৮ মে (সোমবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার ঘোষণা দেন। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি। মমতার মূখ্যসচিব বলেন, ‘শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হলো। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই নিষিদ্ধ করা হলো। কলকাতা, জেলার সর্বত্র শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত।’

সিনেমার গল্পে দেখা যায়, জোরপূর্বক কেরালার হিন্দি ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তকরণের পাশাপাশি আইসিসে যোগদান করানোর প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে এই সিনেমাটি।

উল্লেখ্য, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ে গায়েব হয়ে গিয়েছিল। মূলত সেই বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্পটি সাজানো হয়েছে।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url