The Kerala Story : কেরালাতেই প্রদর্শন বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’র

The Kerala Story : কেরালাতেই প্রদর্শন বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’র
The Kerala Story : কেরালাতেই প্রদর্শন বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’র

কেরালাতেই প্রদর্শন বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’র


বলিউড প্রতিবেদক: কোনও বড় তারকা তো দূরের কথা, তেমন কোনো পরিচিত মুখ না থাকা স্বত্ত্বেও মাত্র দু-দিনে ১৯ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছে ‘দ্য কেরালা স্টোরি’। এই সিনেমা মুক্তি দিতে কাঠখড় পোড়াতে হয়েছে অনেক। ভারতের তিনটি আদালতে আইনিভাবে লড়াই করতে হয়েছে পরিচালক-প্রযোজককে। কারণ, এই ছবিকে ‘ইসলাম বিরোধী’, ‘প্রোপাগান্ডা’ ও ‘মুসলিম বিদ্বেষী’ হিয়েবে আখ্যায়িত করেছে দেশটির বাম-কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো। উল্টোদিকে সরকারি দল বিজেপির শিবির থেকে এই ছবির সমর্থনে আওয়াজ তুলেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেছেন, এই ছবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছে।

এতকিছুর মধ্যেই ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হলো ‘দ্য কেরালা স্টোরি’। পাশাপাশি কেরলের মতো রাজ্যেও কয়েকটি হল থেকে সিনেমাটির প্রদর্শন বন্ধ করে দেয়া হয়েছে। হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ফাঁদ পেতে ইসলামে ধর্মান্তকরণ এবং সন্ত্রাসী কাজে যোগ দেওয়ার প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। 

কেরল, তামিলনাড়ুর মতো বিজেপি-বিরোধী রাজ্যগুলোতে এই ছবি নিয়ে একাধিক রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন বিভিন্ন থিয়েটারের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন অজুহাতে তামিলনাড়ুতে ছবির প্রদর্শন বন্ধ করল তামিলনাড়ু থিয়েটার ওনার্স অ্যাসোশিয়েশন।

সংগঠনের সভাপতি এম সুব্রহ্মমণ্যম জানান, কেবলমাত্র জাতীয় মাল্টিপ্লেক্স মূলত পিভিআরেই এই ছবির বেশ কয়েকটি শো চলছিল। কিন্তু সেইগুলো না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে। তা ছাড়া শুক্র-শনিবার সেইসব শো দেখতে তেমন দর্শক হাজির হননি।

হাঙ্গামা/তনুশ্রী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url