Sajjad-Akhi : সম্প্রীতির গানে সাজ্জাদ-আঁখি

Sajjad-Akhi : সম্প্রীতির গানে সাজ্জাদ-আঁখি
Sajjad-Akhi : সম্প্রীতির গানে সাজ্জাদ-আঁখি

সম্প্রীতির গানে সাজ্জাদ-আঁখি


নিজস্ব প্রতিবেদক : ধর্ম নিয়ে মানুষে মানুষে বিভেদ ঘোচাতে ধর্ম মন্ত্রণালয় হাতে নিয়েছে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’। যার অধীনে নির্মিত হয়েছে বেশ কয়েকটি গান চিত্র। এর মধ্যে ‘এইতো আছি বেশ’ শিরোনামের একটি গানও রয়েছে। এতে কন্ঠ দিয়েছেন সময়ের আলোচিত গায়িকা জুথী আঁখি ও সংগীত পরিচালক সাজ্জাদ কবির।

‘এইতো আছি বেশ/একই সাথে একই রেশ/ মন্দির মসজিদ গীর্জা প্যাগোডার দেশ/তুমি আমি নেই ভেদ, অধিকার সকলের/ আজানের ধ্বনি শেষে আরতির সমাবেশ...' এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন সাজ্জাদ কবির নিজেই।

জুথী আঁখি ধর্ম মন্ত্রণালয়ের এ প্রকল্পে যুক্ত হতে পেরে আনন্দিত। তিনি বলেন, ‘গানের কথাটা ভীষন চমৎকার। তাছাড়া সাজ্জাদ কবির ভাইয়ের সুর, কম্পোজিশন খুবই ভালো। আমাকে যখন লিরিক আর সুর শোনানো হল, আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। কাজটা করতে পেরে আমার ভীষন ভালো লেগেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের চারপাশে প্রতিনিয়তই সাম্প্রদায়িক সংঘাত ও বৈষম্য দেখা যায়। মন্ত্রণালয়ের এমন উদ্যোগ আশাকরি সবার মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে। আমি এমন কাজে আরো বেশি বেশি যুক্ত হতে চাই।’

উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের এই প্রকল্পে অন্যান্য গানে কন্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী কিরণচন্দ্র রায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান, শেনিজ প্রমুখ।

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url