Ritabhari Chakraborty : শরীরটা আমার কাছে যন্ত্র : ঋতাভরী
Ritabhari Chakraborty : শরীরটা আমার কাছে যন্ত্র : ঋতাভরী |
শরীরটা আমার কাছে যন্ত্র : ঋতাভরী
টালিউড প্রতিবেদক: টেলিভিশনের মাধ্যমে অভিনয় শুরু করলেও এখন নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি তার মুক্তিপ্রতীক্ষিত ‘ফাটাফাটি’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে ব্যতিক্রমী একটি চরিত্রে দেখা গেছে তাকে। সেজন্য ওজনও বাড়াতে হয়েছে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পর্দার চরিত্র নিয়ে কথা বলেছেন ঋতাভরী। তিনি বলেছেন, ‘ওজন বাড়ানোর বিষয়টাও কিন্তু সহজ নয়। বেশ সমস্যা পোহাতে হয়েছে। ওটা অনেকের হয়তো স্বাভাবিক ওজন, তবে আমার কিন্তু নয়। যেমন আমার পরিবারে আমার মাসিরই থাইরয়েডের সমস্যার কারণে অনেক ওজন, আমার মাসতুতো দিদিরও ওজন বেশি। তবে আমার তো কখনও সেটা ছিল না।’
‘আমার তাই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, এনার্জি লেবেল পড়ে গিয়েছিল, তারপর সিঁড়ি দিয়ে ওঠা, মাটিতে বসলে ওঠা, খুব সমস্যা হতো। তবে ওজন না বাড়ালে আবার চরিত্রটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারতাম না। ওজন বেশি যাদের, তাদের হাঁটাচলা, ওঠাবসা সবই একটু আলাদা হয়। তাই এটা আমায় করতেই হতো। কারণ একজন অভিনেত্রী হিসেবে শরীরটা আমার কাছে একটা যন্ত্রের মতো মনে হয়। কিন্তু এতেই আমি খুশি।’
তিনি আরও বলেন, ‘অস্ত্রোপচারের ফলে আমার পাঁচ-ছয় কেজি ওজন তো বেড়েই ছিল। এটা সবাই জানে। তারপর ‘ফাটাফাটি’ করার জন্য আরও ১৯ কেজি বাড়াই। মোট ২০ কেজি বাড়াতে চেয়েছিলাম। সব মিলিয়ে ২৫ কেজি। ভাবা যায়! এগুলো তো ছিলই, তার ওপর চরিত্রের মতো করে তৈরি করার একটা বিষয় ছিল। আমি ছোট থেকেই খুব আত্মবিশ্বাস নিয়েই বড় হয়েছি।’
উল্লেখ্য, শুক্রবার ১২ মে মুক্তি পাচ্ছে ঋতাভরী-আবির জুটির ‘ফাটাফাটি’। এতে আরও অভিনয় করেছেন সোমা চক্রবর্তী, স্বস্তিকা দত্ত। এটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়।
হাঙ্গামা/তনুশ্রী