Rainbow International Film Festival : লন্ডন যাচ্ছে দেশের ৫ সিনেমা

Rainbow International Film Festival : লন্ডন যাচ্ছে দেশের ৫ সিনেমা
Rainbow International Film Festival : লন্ডন যাচ্ছে দেশের ৫ সিনেমা


লন্ডন যাচ্ছে দেশের ৫ সিনেমা


বিশেষ প্রতিবেদক : ২৮ মে পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড রোডে শুরু হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। রেইনবো সোসাইটি আয়োজিত এই উৎসবের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে জেনেসিস সিনেমা হলে। চলবে ৪ জুন পর্যন্ত। বিভিন্ন দেশের নান্দনিক চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নিতে লন্ডন যাচ্ছে দেশের ৫টি সিনেমা। এগুলো হলো- বিউটি সার্কাস, সাঁতাও, দামাল, পাপপূণ্য ও জেকে-১৯৭১।

বাংলাদেশ ছাড়াও এই উৎসবে ভারত, ইরান, পাকিস্তান, কাজাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের মোট ৪৫টি সিনেমা দেখানো হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে কলকাতার বাংলা ছায়াছবি ‘বেঁচে থাকার গান।’

২৯ মে বাংলাদেশের ‘বিউটি সার্কাস’, ৩০ মে ‘সাঁতাও’, ৩১ মে ‘দামাল’, ৩ জুন ‘পাপপুণ্য’ ও সমাপনী দিনে ইলফোর্ডের ক্যানেথ মোর থিয়েটারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছায়াছবি ‘জেকে ১৯৭১’ প্রদর্শিত হবে। ৪ জুন উৎসবের সমাপনী দিনে ইলফোর্ডের কেনেথ মোর থিয়েটারে বিকাল তিনটায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শিত সিনেমার ওপর পুরস্কার দেওয়া হবে।

উৎসবের বাইরে অনলাইনেও বেশ কয়েকটি সিনেমা দেখা যাবে। এগুলো হলো ভারতীয় বাংলা সিনেমা ‘অভিযান’, ‘অপরাজিতা’, ‘বল্লভপুরের রূপকথা’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কর্ণ সুবর্ণের গুপ্তধন’, ‘দ্য একেন’ এবং তামিল সিনেমা ‘গাগরি।’ উৎসবে শুধু নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘ওমেন ইন ফিল্ম’ কর্মশালা। ৩ জুন দিনব্যাপী এই কর্মশালায় অভিনয়, পরিচালনা এবং সম্পাদনাসহ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে।

রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার মোস্তফা কামালের উদ্যোগে ২০০০ সালে প্রথম লন্ডনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসবটি। এরপর থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে এটি।

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url