Pori Moni : বাংলাদেশে আসলেও মেসিকে দেখতে যাবেন না পরীমণি

Pori Moni : বাংলাদেশে আসলেও মেসিকে দেখতে যাবেন না পরীমণি
Pori Moni : বাংলাদেশে আসলেও মেসিকে দেখতে যাবেন না পরীমণি


বাংলাদেশে আসলেও মেসিকে দেখতে যাবেন না পরীমণি


ঢালিউড প্রতিবেদক : বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে একনজর দেখতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ভক্ত। তাকে একবার ছুঁয়ে দেখতে চান সকলেই! কিন্তু লিওনেল মেসি যদি বাংলাদেশে আসেনও, চিত্রনায়িকা পরীমণি তার ভক্ত হওয়া সত্ত্বেও তাকে দেখতে যাবেননা। দেশের একটি বেসরকারি চ্যানেলের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান তিনি।

ওই অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়, মেসি যদি বাংলাদেশের আসলে তাহলে তিনি দেখা করতে যাবেন কিনা? উত্তরে পরী বলেন, ‘না, আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)। আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব।’

আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘না আমি যাবো না। কারণ কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই।’ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হয়েছিল আমি জিতে গেছি, ব্যাপারটা ওরকম ছিল।’

অনুষ্ঠানে আরোও বেশকিছু প্রশ্নের উত্তরও দেন তিনি। নিজের পছন্দ অপছন্দ এবং সন্তানের ভবিষ্যত নিয়েও কথা বলেন এই নায়িকা। সন্তান রাজ্য প্রসঙ্গে পরীমণি বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে পুরো পরিবারের সাপোর্ট থাকা উচিত। আর বলা উচিত যে, তুমি একজন ভালো মানুষ হও। ভালো মানুষের গুণাবলী যেমন তুমি উদার হও, সত্যকথা বল। এই ধরণের জিনিসগুলো আমরা যেন শেখাতে পারি। ওর পড়াশুনার দিকটা, ও ঠিকঠাক কারো সঙ্গে মিশলো কিনা, তার সার্কেলটা ঠিক আছে কিনা। ও কি হবে সে দায়িত্ব আপনার নেয়ার দরকার নেই। এই দায়িত্বটা সেই নিয়ে নেবে সে কি হতে চায়।’

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url