Masha Islam : রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে মাশা
Masha Islam : রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে মাশা |
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে মাশা
বিশেষ প্রতিবেদক: ৬ মে (শনিবার) ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। এদিন যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে রাজ্যাভিষিক্ত হন তিনি। এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে একটি দলীয় সংগীতে কন্ঠ মিলিয়েছেন বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী মাশা ইসলাম।
তৃতীয় চার্লসের সম্মানে বিবিসির আয়োজনে কমনওয়েলথের ৫৬ সদস্যরাষ্ট্রের শিল্পীরা পরিবেশন করেন ইংরেজ গায়ক স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশাকে মনোনীত করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।
গত শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের পোস্টে লিখেছে, ‘রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত দলগত গানে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন মাশা ইসলাম।’ মাশার মতো কমনওয়েলথ সদস্যরাষ্ট্রের শিল্পীরাও ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন।
এর পরদিন রোববার বিবিসির আয়োজনে উইন্ডসর ক্যাসেলে রাজ্যাভিষেক কনসার্টে ‘হায়ার লাভ’ গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
গণমাধ্যমে মাশা বলেন, ‘এমন একটি আয়োজনে অংশ নেয়া অনেক সম্মানের। আমি সম্মানিত বোধ করছি। আমাকে মনোনীত করার জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা।’
হাঙ্গামা/জেনিফার