Manoj Bajpayee : ‘১৪ বছর না খেয়েই রাত কাটিয়েছি’
Manoj Bajpayee : ‘১৪ বছর না খেয়েই রাত কাটিয়েছি’ |
‘১৪ বছর না খেয়েই রাত কাটিয়েছি’
বলিউড প্রতিবেদক: বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর জীবনে স্ট্রাগল কম নয়। ছোটবেলা থেকেই ব্যাক্তিগত জীবনে একের পর বাধার সম্মুখীন হলেও অভিনেতা হওয়ার স্বপ্ন বাচিয়ে রেখেছিলেন তিনি। জীবনের কঠিন পরিস্থিতিতে সে স্বপ্ন যে কোনোদিন বাস্তবে রূপান্তর করতে পারবেন, তা নিজেও ভাবতে পারেননি। তবে তিনি প্রমাণ করে দিয়েছেন কষ্ট করলে জীবনে একদিন সফলতা আসবেই।
‘সতয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। সে সিনেমায় গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন এই মনোজ। কিন্তু তারপর আবারো অন্ধকার নেমে আসে তার জীবনে। তার পছন্দসই চরিত্রের অভাবে কাজ পাচ্ছিলেন না। মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে কেউই কাজ দিতে চাইত না। পথনাটক করে নিজের অভিনয় সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন মনোজ। যদিও লাভের লাভ কিছুই হচ্ছিল না, অর্থের কষ্ট থেকেই গিয়েছিল। তবে অর্থের কষ্টে না খেয়ে রাতের পর রাত কাটিয়েছেন তিনি এমনটা নয়। মনোজ বাজপেয়ী নিজের দাদুকে ভীষণ অনুসরণ করতেন। দাদু শরীর ফিট রাখতে ঠিক যা যা করতেন, নিজেকে সেইভাবেই সুস্থ রাখার চেষ্টা করতেন। তার দাদু রাতে খেতেন না কিছু।
সেই থেকেই ডিনার বন্ধ করার চেষ্টা করতেন তিনি। ১২-১৪ ঘণ্টা না খেয়ে থাকার চেষ্টা করতেন দাদুর মতোই। প্রথমটায় কষ্ট হলেও তারপর তা অভ্যাসে পরিণত হয়ে যায় তার। আর এই নিয়ম মেনে তিনি বেশ সুস্থই রয়েছেন। একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এসব কথা নিজেই জানিয়েছেন। মনোজ বলেছেন, ‘টানা ১৪ বছর না খেয়েই রাত কাটিয়েছি। তবে তা টাকার অভাবে নয়, শরীর ঠিক রাখতে।’
হাঙ্গামা/প্রিয়াঙ্কা