Kangana Ranaut : রাজনীতিকে অশালীন চিন্তা বললেন কঙ্গনা

Kangana Ranaut : রাজনীতিকে অশালীন চিন্তা বললেন কঙ্গনা
Kangana Ranaut : রাজনীতিকে অশালীন চিন্তা বললেন কঙ্গনা

রাজনীতিকে অশালীন চিন্তা বললেন কঙ্গনা


বলিউড প্রতিবেদক: প্রায় সময়ই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। যেকোনো প্রসঙ্গে নিজের মতামত দিতে পছন্দ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিষয় নিয়েও নিজের মত প্রকাশ করেছেন এই কন্টোভার্সি কুইন।

ও সাক্ষাৎকারে রাজনীতিতে নামার ইচ্ছা রয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, ‘যদি আপনি বলেন, আমি রাজনীতিক হতে চাই, তা হলে সেটা অত্যন্ত অশালীন একটা চিন্তা হবে। এটা আপনার বলার কথা নয়, এটা জনগণের বলার কথা। যাদের হাতে ক্ষমতা আছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করেন, এটা তাদের বলার কথা।’ 

তিনি বলেন, ‘আমি রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কী ভাবি, সেটা বিচার্য নয়। মানুষ সিদ্ধান্ত নেবেন, তারা আমাকে সুযোগ দেবেন কি না। আমি এই সিদ্ধান্ত তাদের ওপরেই ছাড়লাম।

কঙ্গনা আরও বলেন, ‘শিল্পকলা অত্যন্ত পবিত্র একটা পেশা। শিল্পীদের মাথায় দেবী সরস্বতীর আশীর্বাদ থাকে। আর আমরা দেখতেই পাই, রাজনীতির দুনিয়াটা কতটা কঠিন ও কতটা অশালীন। আমার হৃদয় খুবই নরম, ওই কঠিন দুনিয়ার অংশ হতে চাই না। তবে যদি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করার সুযোগ পাই, তবে আমি রাজি।’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনও সিনেমাটা দেখিনি, তবে শুনেছি সিনেমাটা নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল। আমি যদি ভুল বলি, তা হলে আমাকে শুধরে দেবেন। তবে আমি যত দূর পড়েছি, হাই কোর্ট ছবিটি ব্যান করতে দেয়নি। আইসিস সন্ত্রাসবাদী সংস্থা। শুধু আমি এ কথা বলছি না, আমাদের দেশ, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য দেশও একই কথা বলছে। কারও যদি মনে হয় যে আইসিস সন্ত্রাসবাদী সংস্থা নয়, তা হলে তার চিন্তাভাবনায় সমস্যা আছে। তা হলে তিনি নিজেই সন্ত্রাসবাদী।’

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url