Zhalay Sarhadi : তিনবার গর্ভপাতের দুর্বিষহ অভিজ্ঞতা জানালেন পাক অভিনেত্রী

Zhalay Sarhadi : তিনবার গর্ভপাতের দুর্বিষহ অভিজ্ঞতা জানালেন পাক অভিনেত্রী
Zhalay Sarhadi : তিনবার গর্ভপাতের দুর্বিষহ অভিজ্ঞতা জানালেন পাক অভিনেত্রী

তিনবার গর্ভপাতের দুর্বিষহ অভিজ্ঞতা জানালেন পাক অভিনেত্রী


ললিউড প্রতিবেদক: সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শারীরিক স্বাস্থ্য এবং কীভাবে সমাজে নারীদের নিয়ে সমালোচনা করা হয় সে প্রসঙ্গে কথা বলেছেন পাকিস্থানের জনপ্রিয় অভিনেত্রী ঝালে সারহাদি। সেখানে তিনি নিজের তিনবার গর্ভপাতের দুর্বিষহ অভিজ্ঞতা ও তা নিয়ে মানুষের সমালোচনার কথাও বলেছেন।

ঝালে সারহাদি বলেন, ‘মানুষজন প্রায়শই অপ্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা করে। যখন আমি মানুষজনদের বলি যে আমার একটি মেয়ে আছে, তারা আমাকে জিজ্ঞাসা করে কেন আমার আরও সন্তান হয়নি। আমি কীভাবে তাদের বোঝাবো যে, আমার জীবনে তিনটি সত্যিই বাজে গর্ভপাত হয়েছে। যার কারণে আমার হাইপোথাইরয়েড হয়েছে এবং সেগুলো আমি ডায়েট বা ব্যায়াম করার কারণে নয়।’

অভিনেত্রী বলেন, ‘জালাইবি’ ছবির শুটিং করার সময়, আমি জানতে পারি যে আমি গর্ভবতী। পরে আমার গর্ভপাত হয়েছিল। এরপরে আমার ওজন অনেক বাড়তে শুরু করে, আমি পরীক্ষা করে দেখতে পেলাম যে আমার হাইপোথাইরয়েড আছে। এমন সময়েও লোকজনের নানা সমালোচনার শিকার হয়েছি। তাদের একটি অদ্ভুত ধারণা রয়েছে যে নারীদের শুধুমাত্র বিয়ে করা এবং সন্তান উৎপাদন করা উচিত। এছাড়া যেনো কোনো কাজই নাই নারীদের।’

তিনি আরো বলেন, ‘যদি কারো সাথে এমন ঘটে তাহলে একজন মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিৎ। কারণ সে তখন মানসিকভাবে অসুস্থ থাকবে। আপনার মানসিক স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ। আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন একজন ডাক্তারের প্রয়োজন, একইভাবে, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অন্যান্য বিশেষজ্ঞ যেমন মনোবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। আমিও সেসময় একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম।’

হাঙ্গামা/শাহজাদি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url