The Kerala Story : ইসলামের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’; ‘দ্য কেরালা স্টোরি’ বন্ধের দাবি

The Kerala Story : ইসলামের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’; ‘দ্য কেরালা স্টোরি’ বন্ধের দাবি
The Kerala Story : ইসলামের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’; ‘দ্য কেরালা স্টোরি’ বন্ধের দাবি

ইসলামের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’; ‘দ্য কেরালা স্টোরি’ বন্ধের দাবি


বলিউড প্রতিবেদক ৫ মে মুক্তির প্রতিক্ষায় থাকা হিন্দী ভাষার সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক সর্বত্র। এ সিনেমায় ইসলামের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’র অভিযোগ উঠেছে। কারণ জোর করে কেরালার হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তকরণ এবং আইসিসে যোগদান করানোর হাড়হিম করা প্রেক্ষাপটে সাজানো হয়েছে এ সিনেমার গল্প। এটি নির্মাণ করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। 

এবার ভারতীয় সরকারের কাছে এই সিনেমার প্রদর্শন বন্ধের আর্জি জানাল দেশটির অন্যতম শক্তিশালি রাজনৈতিক দল কংগ্রেস। তাদের অভিযোগ, এটি একটি ‘প্রোপাগান্ডা’ সিনেমা। এই সিনেমার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করেছেন নির্মাতা। শুধু কংগ্রেসই নয়, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই) পর্যন্ত এই সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছে। তাদের দাবি, ‘সঙ্ঘ পরিবার সিনেমার মতো জনপ্রিয় মাধ্যমকে হাতিয়ার করার চেষ্টা করছে, নির্দিষ্ট একটি রাজ্য এবং একটি বিশেষ ধর্মের মানুষকে অপমান করবার জন্য।’

গত বছর নভেম্বর মাসে সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর গোটা কেরালা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ফের সেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। বলা হচ্ছে, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ের গায়েব হওয়ার বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্প সাজিয়েছেন পরিচালক সুদীপ্ত। জানা যায়, সন্ত্রাসবাদী সংগঠন আইসিস-এ যোগ দিয়েছিল ওই ২১জন মেয়ে। এই সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় রয়েছেন বিপুল শাহ।

এই ছবির ট্রেলারে তথ্যগত ভুলভ্রান্তি রয়েছে বলে দাবি করেছে কেরালার একাধিক রাজনৈতিক দল। তারা দাবি করেছে, এই সিনেমায় কেরালাকে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, ‘এই ছবি জুড়ে রয়েছে মিথ্যাচার। টিজারে দেখানো হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য ও একটি ধর্মের মানুষের অপমান, আর এর পেছনে রয়েছে সঙ্ঘীদের হাত।’

আগামী ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু এবং মালয়ালাম ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url