Tahsan-Mithila : ‘তাহসানকে বিয়ে ভুল ছিল’ প্রসঙ্গে মিথিলা

Tahsan-Mithila : ‘তাহসানকে বিয়ে ভুল ছিল’ প্রসঙ্গে মিথিলা
Tahsan-Mithila : ‘তাহসানকে বিয়ে ভুল ছিল’ প্রসঙ্গে মিথিলা


‘তাহসানকে বিয়ে ভুল ছিল’ প্রসঙ্গে মিথিলা


ঢালিউড প্রতিবেদক: ‘অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ সম্প্রতি এমন শিরোনামে বেশিরভাগ গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সংগীতশিল্পী তাহসান খানকে মিথিলার বিয়ে করার প্রসঙ্গে প্রথম সংবাদটি প্রকাশিত হয়েছিলো পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন মিথিলা। 

মিথিলা জানান, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেওয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি করা হয়েছে এবং তিনি যা বলেছিলেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ‘অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল’ - এমন মন্তব্য তিনি কখনোই করেননি। 

ওই অনুষ্ঠানটিতে কী বলেছিলেন, তাও পরিষ্কার করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বলেছি- কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এ কথাগুলো বলেছিলাম।’

মিথিলা আরও বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকাবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার।’

তিনি বলেন, ‘আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা। আমি এখনো বলব- সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।’

২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। এর পর ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে ডিসেম্বরে টালিউডের নামি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url