Sanai Mahbub : ক্ষতিগ্রস্ত নারী ব্যবসায়ীদের সহযোগিতা করবেন সানাই মাহবুব
Sanai Mahbub : ক্ষতিগ্রস্ত নারী ব্যবসায়ীদের সহযোগিতা করবেন সানাই মাহবুব |
ক্ষতিগ্রস্ত নারী ব্যবসায়ীদের সহযোগিতা করবেন সানাই মাহবুব
ফ্যাশন প্রতিনিধি: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো দেশে এখন শোক বইছে। বছরের যে সময় ব্যবসা করার কথা, সেই সময় অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বলতে গেলে পথে বসে গেছেন। এমন বিশাল অংকের ক্ষতির শোক কাটিয়ে ওঠা অসাধ্যকে সাধন করার মতো। তবে তাদের এমন দুঃসময়ে দেশের অনেক মানুষই এগিয়ে এসেছেন। সাধারণ মানুষ থেকে তারকা, সবাই সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
পোড়া কাপড় কিনে তাদের পাশে দাড়িয়েছেন তাহসান খান, শবনম বুবলী, বিদ্যা সিনহা মীম, অমিতাভ রেজা চৌধুরী, সাবিলা নূর, জিয়াউল ফারুক অপূর্বসহ আরো অনেক তারকাই। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত-সমালোচিত মডেল সানাই মাহবুব। তিনি বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীকে নিজ সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চান বলে জানিয়েছেন। ৮ এপ্রিল (শনিবার) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজস্ব ভেরিভায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসে সানাই মাহবুব লেখেন, ‘আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষই দাঁড়াবে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ী, হ্যাঁ, নারী উদ্যোক্তাদের আমি আমার সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চাই। দয়া করে নারী ব্যবসায়ীরা আমার পেজের ইনবক্সে নক করুন। আমি আমার ক্ষুদ্র প্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।’
নারী ব্যবসায়ীদের সাহায্য করার কারণ উল্লেখ করে তিনি লেখেন, ‘নারীরা অসহায়। প্রতি পদে পদে যে বাধা নারীদের জীবনে আসে, সেটা আর নতুন করে বলার কিছুই নেই। এই দুঃসময়ে তাদের একটু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপু কিংবা ভাবি, দয়া করে এই পেজের ইনবক্সে যোগাযোগ করুন।’
হাঙ্গামা/তারানা