Samantha Ruth Prabhu : পোশাকের কারনে অপমানিত হয়েছিলেন সামান্থা!

Samantha Ruth Prabhu : পোশাকের কারনে অপমানিত হয়েছিলেন সামান্থা!
Samantha Ruth Prabhu : পোশাকের কারনে অপমানিত হয়েছিলেন সামান্থা!


পোশাকের কারনে অপমানিত হয়েছিলেন সামান্থা!


সাউথ ইন্ডিয়া প্রতিনিধি: ভারতীয় সিনেমায় দুটো অন্যতম ইন্ডাস্ট্রি হচ্ছে বলিউড ও সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। একটা সময় এই দুই ইন্ডাস্ট্রির মধ্যে ব্যাপক পার্থক্য ছিল। দক্ষিণী তারকারাও যথেষ্ট সম্মান পেতেন না। অনেকটাই অবহেলা করা হতো তাদেরকে। কিন্তু দক্ষিণী সিনেমা ‘আরআরআর’ এর অস্কার লাভের কারণে বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে ভারতের নাম। এরপর থেকেই মূলত ব্যবধান কমতে শুরু করেছে দুই ইন্ডাস্ট্রির।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদেরকে অপমানিতও হতে হতো। এমনকি পোশাক কিনতে গেলেও ছোট করা হতো তাদের। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কয়েক বছর আগেও পোশাকশিল্পীদের থেকে বিভিন্ন ডিজাইনের পোশাক কিনতে গিয়ে ছোট হতে হয়েছে। আমার সহকর্মীরাও অপমানিত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘একটা সময় ছিল যখন পোশাকশিল্পীদের কাছ থেকে আমরা পোশাক কিনতে পারতাম না। তাদের ব্যবহার এমন ছিল, তোমরা কারা, দক্ষিণের অভিনেতা? আচ্ছা দক্ষিণ কী? এমন অবহেলার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে দক্ষিণীদের। তবে এখন সময় অনেকটা বদলেছে।’

মুক্তির মিছিলে রয়েছে সামান্থা অভিনীত সিনেমা ‘শকুন্তলম’। এই সিনেমার অভিনেতা, সহকারী ও কনিষ্ঠ শিল্পীদের জন্য তিন হাজারেরও বেশি পোশাক বানিয়েছেন পোশাকশিল্পী নীতা লুল্লা। এ কারণে উচ্ছ্বসিত সামান্থা। তিনি বলেন, ‘আমরা অনেকটা পথ অতিক্রম করেছি, তাই না? এই একতাবোধ সত্যিই চমৎকার। এখন আমরা সেখানে রয়েছি, যেখানে থাকা উচিত আমাদের।’

গত কয়েক বছরে ‘আরআরআর’, ‘কেজিএফ’, ‘ফ্র্যাঞ্চাইজি’, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘কান্তারা’-এর মতো দক্ষিণী সিনেমা বক্স অফিসে সাফল্যের বিচারে বলিউড সিনেমাকেও টপকে গেছে। আবার দক্ষিণী তারকারাও সর্বভারতীয় তারকার মর্যাদা পাচ্ছেন।

হাঙ্গামা/তনুশ্রী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url