Queen Cleopatra : ক্লিওপেট্রা কৃষ্ণাঙ্গ : মামলা খেলো নেটফ্লিক্স

Queen Cleopatra : ক্লিওপেট্রা কৃষ্ণাঙ্গ : মামলা খেলো নেটফ্লিক্স
Queen Cleopatra : ক্লিওপেট্রা কৃষ্ণাঙ্গ : মামলা খেলো নেটফ্লিক্স


ক্লিওপেট্রা কৃষ্ণাঙ্গ : মামলা খেলো নেটফ্লিক্স


বিশেষ প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স মিশরের রানী ক্লিওপেট্রাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে। সেখানে ক্লিওপেট্রাকে কৃষ্ণাঙ্গ হিসেবে দেখানো হয়েছে। আর এতেই মামলা খেয়েছে প্রতিষ্ঠানটি। ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগ এনে মামলাটি করেছেন মিশরের আইনজীবী মাহমুদ আল-সেমারি।

গত ১২ই এপ্রিল ‘কুইন ক্লিওপেট্রা’ নামের ডকুমেন্টারিটির একটি ট্রেলার প্রকাশ করে নেটফ্লিক্স। এরপরই বিশ্বজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয় নেটফ্লিক্সের এই ‘ইতিহাস বিকৃতি’ নিয়ে। কমেন্টে নিন্দার ঝড় এতটাই প্রবল হয় যে, শেষ পর্যন্ত ট্রেলারের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে নেটফ্লিক্স।

ট্রেলারে দেখা গেছে ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অ্যাডেল জেমস। তিনি একজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী। যদিও কিছু ইতিহাসবিদদের মতে, ক্লিওপেট্রা কৃষ্ণাঙ্গ ছিলেন না। আবার উইকিপিডিয়ায় প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে কালো পাথরে তৈরি কৃষ্ণ বর্ণের ভাষ্কর্য। এছাড়া নেট দুনিয়ায় ক্লিওপেট্রার অসংখ্য কৃষ্ণবর্ণের প্রতিকৃতি পাওয়া যায়। 

আইনজীবী আল-সেমারির তার অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, নেটফ্লিক্স ঐতিহাসিক এই ব্যক্তিত্বকে ভিন্ন বর্ণের মাধ্যমে চিত্রায়িত করেছে। তাদের এমন কাজ আসলে একটি ‘জালিয়াতি’। তারা দর্শকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়া নেটফ্লিক্স প্ল্যাটফর্মে যা প্রদর্শন করা হয় তার বেশিরভাগই ইসলামিক এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও অভিযোগ করেছেন তিনি।

হাঙ্গামা/এঞ্জেলিনা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url