Pori Moni-Momtaz : পরীমণির জন্য মমতাজের ‘সোনার কাঠি রুপার কাঠি’
Pori Moni-Momtaz : পরীমণির জন্য মমতাজের ‘সোনার কাঠি রুপার কাঠি’ |
পরীমণির জন্য মমতাজের ‘সোনার কাঠি রুপার কাঠি’
ঢালিউড প্রতিবেদক: মাতৃত্বকালীন অবসরে রয়েছেন অভিনেত্রী পরীমণি। অভিনেত্রী মা হওয়ার আগেই অরণ্য আনোয়ার পরিচালিত চলচ্চিত্র ‘মা’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। এবার ১৯ মে মা দিবসে এটি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ট্রেলার প্রকাশের পর এবার মুক্তি পেল ছবিটির একটি বিশেষ গান। পরীমণির সিনেমার জন্য নির্মিত ‘সোনার কাঠি রুপার কাঠি’ শিরোনামের এই গানে কন্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
মাহী ফ্লোরার কথায় গানটিতে দ্বৈতভাবে সুরারোপ করেছেন মাহাদী ও মুনতাসির। সংগীতায়োজন করেছেন মুনতাসির। শুক্রবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষ্যে ইউটিউবে উন্মুক্ত হয়েছে গানটি। ইতোমধ্যে এই গান তিন হাজারের অধিকবার দেখা হয়েছে। মন্তব্যের ঘরে গানটি নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘খরতাপে একরাশ স্নিগ্ধতার পরশ বুলিয়ে গেল চমৎকার এই গানটি।’ আবার কেউ লিখলেন, ‘চমৎকার একটি গান। শিল্পী মমতাজসহ পুরো টিমকে অভিনন্দন ও শুভকামনা।’
এ প্রসঙ্গে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। বীনাপানি নামের সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। এ ছবিটি নতুন এক পরীমণিকে সবার সামনে নিয়ে আসবে।’
পরীমণি বলেন, ‘এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’
ছবিটিতে পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন, ক্রিস্টিনো তন্ময়, শিরিন আলম প্রমুখ।
সোনার কাঠি রুপার কাঠি জাদুর কাঠিরে । Shonar kathi rupar kathi। Porimoni ।Momtaz । Bangla movie song
হাঙ্গামা/মৃদুলা