Pathaan : ‘পাঠান’ ঠেকাতে সংবাদ সম্মেলনের ডাক

Pathaan : ‘পাঠান’ ঠেকাতে সংবাদ সম্মেলনের ডাক
Pathaan : ‘পাঠান’ ঠেকাতে সংবাদ সম্মেলনের ডাক

‘পাঠান’ ঠেকাতে সংবাদ সম্মেলনের ডাক


বিশেষ প্রতিবেদক: আগামী ৫ মে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘পাঠান’। কিন্তু এই মুহুর্তে শাহরুখ খানের এ সিনেমা দেশে মুক্তি দেওয়া হলে ক্ষতির মুখে পড়বে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমা। পরিচালক-প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা এমনটিই মনে করছেন।

এমন আশঙ্কা থেকে ‘পাঠান’ মুক্তি পেছাতে আজ রোববার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঈদে মুক্তি প্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজক। এদিকে ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ পেছাতে আহ্বান জানিয়েছেন প্রযোজক-পরিচালক ও শিল্পীরা। তারা এ মুহূর্তে উপমহাদেশীয় সিনেমার আমদানি পিছিয়ে দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরাবর আহ্বান জানিয়েছেন। তাদের এমন আহ্বানে প্রদর্শক সমিতির নেতারাও সায় দিয়েছেন। বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এদিকে ঈদ উপলক্ষে ইতোমধ্যে দেশে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘শত্রু', ‘লোকাল’, ‘জ্বীন’, ‘আদম’, ‘পাপ’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url