Noble Men : নোবেলকে দর্শকদের জুতা পেটা; যা বললেন স্ত্রী সালসাবিল

Noble Men : নোবেলকে দর্শকদের জুতা পেটা; যা বললেন স্ত্রী সালসাবিল
Noble Men : নোবেলকে দর্শকদের জুতা পেটা; যা বললেন স্ত্রী সালসাবিল

নোবেলকে দর্শকদের জুতা পেটা; যা বললেন স্ত্রী সালসাবিল


সংগীতাঙ্গন প্রতিবেদক : ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে নিন্দিত হয়ে আসছেন ভারতের ‘সারেগামাপা’ থেকে উঠে আসা গায়ক নোবেল। সম্প্রতি কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সূর্বণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে গান গাইতে যান তিনি। কিন্তু সেখানে মাদক সেবন করে মঞ্চে উঠে অতিমাত্রার অসংলগ্ন আচরন করে আক্রমনের শিকার হয়েছেন নোবেল। নোবেলের মাতলামিতে বিরক্ত হয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতারা তার দিকে পানির বোতল, ঢিল এবং জুতা ছুড়ে মারেন।

এই ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে। যা নজর এড়ায়নি নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের। নোবেলের এমন কাণ্ডে বিরক্ত তিনি নিজেও। এ প্রসঙ্গে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সালসাবিল লিখেছেন, ‘সকাল থেকে শুরু করে ডজন খানেক নিউজ। সমস্যাটা যদি শারীরিক হতো হয়তোবা মানুষ কমেন্টে দোয়ার মাহফিল বসাতো। কিন্তু সমস্যাটা মানসিক তাও আবার মাদক ঘটিত। যেরকম মানুষ নোবেল কোনো দিনই প্রথম থেকে এমন ছিল না। এটা আমার নিজেরই দীর্ঘদিনের দেখা।’

তিনি লেখেন, ‘শো-তে যাবার সময় গাড়ি দাঁড় করিয়ে নোবেলের নামাজ পড়া, সা রে গা মা পা চলাকালীন সময়ে পুরো শুটিং ইউনিটকে বসিয়ে রেখে নামাজ পড়া আর সবার সঙ্গে অমায়িক ব্যবহার। আর সে মানুষটা এখন নিজের কার্যকলাপে নিজেই নিজেকে চিনতে পারে না। নিজের নিরহংকার রূপকে ঢেকে পরিবার ও ভক্তবৃন্দদের কাছে নিজের অস্বাভাবিক রূপ প্রকাশের দীর্ঘ প্রচেষ্টা।’

নোবেলের মাদকাশক্তি ও উদ্ভট আচরণের কারণে তার থেকে দূরে রয়েছেন সালসাবিল। এ প্রসঙ্গে কয়েকদিন আগে তিনি বলেন, ‘গত মাসেই আমরা একসঙ্গে দুবাই বেড়াতে গিয়েছিলাম এটা ভেবে যে, সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু দেশে আসার পরেই সে আবার আগের জায়গায় ফিরে গেছে। নোবেল নেশা না ছাড়লে হয়তো এই সম্পর্ক বেশিদূর টেনে নেওয়া সম্ভব না।’

এর আগে ২০২০ সালে বান্দরবানের একটি ঘটনার কারণে নোবেলকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল সালসাবিল। ওই সময় নোবেল নেশায় আসক্ত ছিল। পরে নোবেল ভুল স্বীকার করে এবং নেশা থেকে বিরত থাকলে তার চিকিৎসার চেষ্টা করেন। তবে কিছুদিন যাওয়ার পর নোবেল আবারো নেশা শুরু করে। যার ফলে আলাদা থাকতে শুরু করেন নোবেল ও সালসাবিল।

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url