Monir Khan : দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ পাত্তা দেয়নি: মনির খান

Monir Khan : দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ পাত্তা দেয়নি: মনির খান
Monir Khan : দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ পাত্তা দেয়নি: মনির খান


দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ পাত্তা দেয়নি: মনির খান


সংগীতাঙ্গন প্রতিবেদক: বর্তমান অবস্থানে আসার পথটা মোটেও মসৃণ ছিল না সংগীতশিল্পী মনির খানের। বেশ কাঠ খড় পুড়িয়েই তৈরি করেছেন নিজের অবস্থান। দর্শক-শ্রোতাদের ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষৈ উঠে বেশ অনেকদিন অ্যালবাম প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি। তবে সম্প্রতি ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামের নতুন অ্যালবাম প্রকাশ করেছেন এই গায়ক। মোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এটি। গত ১০ এপ্রিল রাজধানীর একটি হোটেলে গানগুলোর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

সেসময় মনির খান তার সংগীত জগতের সংগ্রামের নানান কথা বলেছেন। ‘অঞ্জনা’খ্যাত এ গায়ক বলেন, মিল্টন ভাই (গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার) কে আমার সংগীতের পিতা বলি, যে যা-ই বলুক, আমি বলি। আমি জানি সংগীতের জগতে তার অবদান কোথায়। আমি রবিদাকে (কণ্ঠশিল্পী রবি চৌধুরী) চিৎকার করে বলি, সংগীত জগতে একজন মানুষ আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন।’
মনির খান বলেন, ‘যখন আমি একজন শিল্পী হবার জন্য চেষ্টা করছিলাম, দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছিলাম, ধরনা দিচ্ছিলাম; কেউ পাত্তা দেয়নি। আমাকে কেউ বসার জন্য বলেনি। সে সময় একজন রবি চৌধুরী আমার সিডি হাতে নিয়ে দেখল, তখন সে আমাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, ‘তোমাকে দিয়েই হবে, তুমি থাকো; তোমার সঙ্গে আমি আছি।’

নতুন অ্যালবাম ‘কী বাঁধনে বেঁধেছ আমায়’- আগামী দুই মাস ধরে প্রকাশিত হবে তার দুটি ইউটিউব চ্যানেলে। এই দশ গানের পাঁচটি লিটন শিকদার ও বাকি পাঁচটি লিখেছেন মিল্টন খন্দকার। গানগুলোর সংগীত আয়োজন করেছেন কলকাতার রকেট মণ্ডল। এরমধ্যে দুটি রয়েছে ডুয়েট গান রয়েছে। গান দুটিতে মনির খানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লিজা আফরোজ নামের নতুন একজন কণ্ঠশিল্পী।

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url