Mamukkoya : ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অভিনেতার মৃত্যু
Mamukkoya : ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অভিনেতার মৃত্যু |
ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অভিনেতার মৃত্যু
সাউথ ইন্ডিয়ান প্রতিবেদক: মালয়ালম কমেডিয়ান অভিনেতা মামুক্কোয়া মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার একটি ফুটবল ম্যাচের উদ্বোধন করতে মাঠে গিয়েছিলেন তিনি। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা। এই পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে কেরালার অন্য একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান, মাঠেই হার্ট অ্যাটাক করেছেন মামুক্কোয়া। এরপর সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (২৬ এপ্রিল) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়স্ক এই অভিনেতা।
চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়া ছাড়াও মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল মামুক্কোয়ার। ভেন্টিলেশনে দেয়ার পরও একে একে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়।
মামুক্কোয়া ১৯৭৯ সালে থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর কাজ করেন পর্দায়। চার দশকের অভিনয় ক্যারিয়ারে ৪৫০টি সিনেমায় দেখা গেছে মামুক্কোয়াকে। সাদামাটা চেহারার কারণে তাকে প্রায় সব সিনেমাতেই সাধারণ মানুষের ভূমিকায় দেখেছেন দর্শকরা। মালাবারি উপভাষার সংলাপে দর্শকের মন জয় করেছেন তিনি। সেই সঙ্গে সিনেমার জগৎকে তীব্র রসবোধ উপহার দিয়েছেন।
হাঙ্গামা/তনুশ্রী