Iconic Star Award : কলকাতায় বসবে আইকনিক স্টার অ্যাওয়ার্ডের আসর
Iconic Star Award : কলকাতায় বসবে আইকনিক স্টার অ্যাওয়ার্ডের আসর |
কলকাতায় বসবে আইকনিক স্টার অ্যাওয়ার্ডের আসর
বিশেষ প্রতিবেদক: দেশের শোবিজ জগতের তারকাদের অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানাতে ২০২০ সালে শুরু হয় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’। প্রতিবছর বর্ণিল আয়োজনে তারকাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে আয়োজনটি এবার আর বাংলাদেশে হচ্ছে না। ২৮ এপ্রিল কলকাতার কলামন্দিরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্ধশত তারকা শিল্পীদের অংশগ্রহণে বসবে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’- এর আসর।
ফ্যাশন ও বিজনেস অ্যাওয়ার্ডের আসরের আয়োজনে রয়েছেন বাংলাদেশের পিয়াল হোসেন ও ভারতের শর্মিষ্ঠা ঘোষ। তারা জানান, এই আয়োজনে দুই বাংলার ১৫ জন কর মোট ৩০ জন তারকাকে অ্যাওয়ার্ড দেয়া হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সংগীতশিল্পী ও দুই বাংলার বিশিষ্ট ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছেন দেবাশীষ বিশ্বাস, জিয়াউল রোশান, পূজা চেরি, ফেরদৌস, অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী, ববি হক, নিরব, তাসনিয়া ফারিণ, প্রযোজক ও পরিচালক সাকিব সনেট, সংগীতশিল্পী পূজা প্রমুখ। কলকাতার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন শ্রাবন্তী, ঐন্দ্রিলা, অঙ্কুশ, বিক্রম, আবির চ্যাটার্জি প্রমুখ।
হাঙ্গামা/মিথিলা