Hero Alom : লেখাপড়া শুরু করেছেন হিরো আলম

Hero Alom : লেখাপড়া শুরু করেছেন হিরো আলম
Hero Alom : লেখাপড়া শুরু করেছেন হিরো আলম


লেখাপড়া শুরু করেছেন হিরো আলম


ঢালিউড প্রতিবেদক: হিরো আলমের উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।’ তার এ মন্তব্যের পর থেকে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়।

মামুনুর রশিদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে নানান কথা বলেছেন হিরো আলম। এরমধ্যে একটি পোস্টে নিজেকে সম্পূর্ণ তৈরি করে সবাইকে দেখিয়ে দেয়ার অঙ্গিকার করেন তিনি। সেখানে আলম লেখেন, ‘আচ্ছা আপনারা সবাই বলেন তো, আমি কি দেখতে খুবই খারাপ, পোশাক মেকআপ গেটাপ পরিবর্তন করতে পারে রুচিশীল ব্যক্তি আছেন যারা তারা, ইচ্ছে করলে কিন্তু হিরো আলমকে পরিবর্তন করতে পারতেন আপনারা, করেন না তাই আমি নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি। আমি নিজেকে সম্পূর্ণ তৈরি করে আপনাদের দেখিয়ে ছাড়ব, মানুষের চেহারা নয় অর্থ নয়, সাহস প্রচেষ্টা প্রয়োজন।’

এবার নিজেকে পরিবর্তনের লক্ষ্যে লেখাপড়া শুরু করেছেন হিরো আলম। বাড়িতে একজন শিক্ষকও রেখেছেন তিনি। যার কাছে নিয়মিত পড়াশোনা করছেন। এ কথা হিরো আলম নিজেই জানিয়েছেন।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমার বাড়ি উত্তরাঞ্চলের বগুড়া জেলায় হওয়ায় ভাষায় আঞ্চলিকতার টান চলেই আসে। সেটি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন অনেকে। তাছাড়া আমার কিছু উচ্চারণে সমস্যা আছে, সবাই বলে হিরো আলম সবকিছু পরিবর্তন করতে পারে। এটিও পারবে। সে জন্য নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। দেখি কতদূর পরিবর্তন হতে পারি। আমার কথা নিয়ে যেহেতু মানুষের এত প্রবলেম, সেটাই আগে ঠিক করব।’

তিনি বলেন, ‘অনেকে পরামর্শ দিয়েছেন আমি পড়ালেখা শিখি, সুশিক্ষিত হই। সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে শিক্ষক রেখে একটু একটু করে শেখার চেষ্টা করছি। অনেকে আমাকে উন্মুক্ত বিশ্ববিদালয়ে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। সেটি তো আর আমার পক্ষে সম্ভব না। কারণ আমি নানা কাজে ব্যস্ত থাকি। আমাকে পরিবার চালানোর জন্য আয় করতে হয়।’

হিরো আলম আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আমার কিছু দুর্বলতা আছে। সেগুলো পরিবর্তন করলে আর কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে কেউ আর কথা বলতে পারবে না। কেউ রুচির দুর্ভিক্ষে পড়বে না। রুচির দুর্ভিক্ষ কাটাতে লেখাপড়ার দিকে মনোযোগ দিয়েছি।’

তবে তিনি কোন শিক্ষকের কাছে পড়াশোনা শিখছেন, তার পরিচয় প্রকাশ করেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষকের পরিচয় এখনই দিতে চাই না। সময় আসলে আমি বলে দেব। এখন আপাতত বলতে চাচ্ছি না।’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url