Faraaz : ‘ফারাজ’ প্রদর্শনে বাংলাদেশের নিষেধাজ্ঞা
Faraaz : ‘ফারাজ’ প্রদর্শনে বাংলাদেশের নিষেধাজ্ঞা |
‘ফারাজ’ প্রদর্শনে বাংলাদেশের নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজানে সংগঠিত জঙ্গি হামলা নিয়ে ভারতের বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ নামের একটি সিনেমা। যা ইতোমধ্যে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে এই সিনেমা বাংলাদেশে প্রদর্শনের ক্ষেত্রে এলো নিষেধাজ্ঞা। ১০ এপ্রিল (সোমবার) তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেনুর মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে সিনেমাটি বাংলাদেশে প্রদর্শন না করার এই নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের ধারাবাহিকতায় রিট পিটিশন নম্বর-১৮৮৯/২০২৩ এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতে নির্মিত ‘ফারাজ’ চলচ্চিত্রটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অন্য অনলাইন প্ল্যাটফর্ম এবং টেলিভিশন চ্যানেলে ও চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শন করা থেকে বিরত থাকার জন্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতে নির্মিত ‘ফারাজ’ সিনেমাটি বাংলাদেশের সব অনলাইন পোর্টাল, ই-পত্রিকা, পত্রিকার অনলাইন ভার্সন ও টেলিভিশনের অনলাইন পোর্টালসহ সব অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শন না করার জন্য অনুরোধ করা হলো।
মুক্তির আগেই বাংলাদেশ-ভারতে তুমুল আলোচনায় আসে হংসল মেহতা পরিচালিত এই সিনেমাটি। টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমাটি বাংলাদেশের ঘটনা নিয়ে তৈরি করা হলেও এর সংলাপ রয়েছে হিন্দিতে।
হাঙ্গামা/তাসনিয়া