Chetan Kumar : হিন্দুত্ব নিয়ে মন্তব্য করায় ‘নাগরিকত্ব’ হারালেন ভারতীয় অভিনেতা
Chetan Kumar : হিন্দুত্ব নিয়ে মন্তব্য করায় ‘নাগরিকত্ব’ হারালেন ভারতীয় অভিনেতা |
হিন্দুত্ব নিয়ে মন্তব্য করায় ‘নাগরিকত্ব’ হারালেন ভারতীয় অভিনেতা
সাউথ ইন্ডিয়া প্রতিনিধি: ভারতের কন্নড় অভিনেতা চেতন অহিমসার ‘নাগরিকত্ব’ বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হিন্দুতবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, হিন্দুত্বকে ‘অপমান’ ও বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের ‘অপরাধে’ আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বর্তমানে জামিনে মুক্ত ছিলেন। শনিবার তার ভারতীয় নাগরিকত্ব কার্ড (ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড) বাতিল হওয়ায় আরও বিপাকে পড়লেন চেতন অহিমসার।
‘হিন্দুত্ব মিথ্যার উপর দাঁড়িয়ে’; এমনই দাবি করেছিলেন এই অভিনেতা। এমনকি, দেশটিতে হিজাব বিতর্ক চলাকালীন কর্ণাটক হাই কোর্টের বিচারপতিকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল।
সেই অভিযোগের ভিত্তিতে মার্চ মাসে চেতনকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিনও পান। এরপরই তার নাগরিকত্ব কার্ড জমা করার নির্দেশ দেয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয়া হয়। অথবা কেন তার নাগরিকত্ব প্রত্যাহার করা হবে না, তার স্বপক্ষে যুক্তি দেয়ার নির্দেশ দেয়। কিন্তু অভিনেতার যুক্তিতে সন্তুষ্ট হয়নি সংশ্লিষ্ট বিভাগ। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিনেতার নাগরিকত্ব প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে দাবি চেতনের।
জানা গেছে, চেতন আসলে শিকাগোর বাসিন্দা। ২০১৮ সাল থেকে তিনি ‘ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া’ কার্ডের অধিকারী। দীর্ঘদিন সেখানে থাকছেন। তার স্ত্রীও ভারতীয়।
হাঙ্গামা/তনুশ্রী