Celina Jaitly : বাবা ও ছেলের শয্যাসঙ্গী হওয়া প্রসঙ্গে যা বললেন সেলিনা

Celina Jaitly : বাবা ও ছেলের শয্যাসঙ্গী হওয়া প্রসঙ্গে যা বললেন সেলিনা
Celina Jaitly : বাবা ও ছেলের শয্যাসঙ্গী হওয়া প্রসঙ্গে যা বললেন সেলিনা


বাবা ও ছেলের শয্যাসঙ্গী হওয়া প্রসঙ্গে যা বললেন সেলিনা


বলিউড প্রতিবেদক: সেলিনা জেটলি মিস ইন্ডিয়া খেতাব জেতার পর বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান। এরমধ্যে কিছু ছবি সাফল্যের মুখ দেখলেও ক্যারিয়ারের মধ্যগগনে হঠাৎই অভিনয় থেকে দুরে সরে যান তিনি। এরপর বিয়ে করে সংসারে মনযোগী হন এই অভিনেত্রী।

২০০১ সালে ‘জানশীন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনার। আর্কষণীয় চেহারার অধিকারী সেলিনাকেই ছেলের অভিষেক ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেন অভিনেতা-পরিচালক ফিরোজ খান। সাহসী দৃশ্যে ও পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু অভিনয়ের জন্য মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

সম্প্রতি সেলিনাকে নিয়ে এক টুইটে বিস্ফোরক মন্তব্য করেছেন দুবাইয়ের স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু। টুটারে তিনি লেখেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যিনি বাবা (ফিরোজ খান) এবং ছেলে (ফারদিন খান) দু’জনেরই শয্যাসঙ্গিনী।’

এমন অশালীন টুইটের বিরুদ্ধে ক্ষেপেছেন ‘নো এন্ট্রি’ ছবির এই নায়িকা। তিনি পাল্টা টুইট করে লেখেন, ‘মিস্টার সান্ধু, এই টুইটটি পোস্ট করায় আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন, আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন সেরে ওঠার আরও উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন!’

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url