Apu Biswas : অপুর ‘লাল শাড়ি’তে বৈশাখের রং
Apu Biswas : অপুর ‘লাল শাড়ি’তে বৈশাখের রং |
অপুর ‘লাল শাড়ি’তে বৈশাখের রং
ঢালিউড প্রতিবেদক: পয়লা বৈশাখ এলেই নববর্ষের রং ছড়িয়ে পড়ে প্রতিটি বাংলাভাষীর হৃদয়ে। আনন্দঘন পরিবেশে সার্বজনীন এই লোকজ উৎসবের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। এবছর গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের মাঝেই বৈশাখের বর্ণিল উৎসবে মেতেছে দেশ। উৎসবের এই রং লেগেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’তেও। যার ঝলক দেখা গেছে সিনেমাটির প্রকাশ হওয়া প্রথম গানে।
১১ এপ্রিল (মঙ্গলবার) ‘লাল শাড়ি’ ছবির প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’ উন্মুক্ত করা হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। পুরো গানজুড়ে ফুটে উঠেছে পয়লা বৈশাখের উৎসব-আনন্দ আমেজ। এছাড়া এই গানের কথার মাঝেও রয়েছে বৈশাখের আমেজ। গানটিতে বাঙালি নারীর বেশে রং-বেরঙের শাড়ি এবং মানানসই সাজে নেচেছেন অপু বিশ্বাস। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া ছবিটির আরেক জুটি সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েলকেও দেখা গেছে সমানতালে নাচতে।
সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার গল্প গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। তাই বাঙালির চিরচেনা ঐতিহ্য-সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে বৈশাখী গানটিতে জায়গা করে নিয়েছে। ‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটি লিখেছেন ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস। সুর-সংগীত করেছেন ইমন সাহা। এতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসি মোশাররফ। নৃত্য পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান হাবিব।
২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে অপুর ‘লাল শাড়ি’ সিনেমাটি। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর সর্বপ্রথম নিবেদন এই ছবি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।
হাঙ্গামা/মৃদুলা