Adam : ‘আদম’ সিনেমার প্রদর্শন ঠেকাতে চেয়ে রিট

Adam : ‘আদম’ সিনেমার প্রদর্শন ঠেকাতে চেয়ে রিট
Adam : ‘আদম’ সিনেমার প্রদর্শন ঠেকাতে চেয়ে রিট


‘আদম’ সিনেমার প্রদর্শন ঠেকাতে চেয়ে রিট


বিশেষ প্রতিবেদক: আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে আবু তাওহীদ হিরণ পরিচালিত চলচ্চিত্র ‘আদম’। কিন্তু এর আগেই এই সিনেমার প্রদর্শন ঠেকাতে হাইকোর্টে রিট করেছে রাজধানীর মোহাম্মদপুরের মো. জামিল হাসান নামের এক ব্যক্তি। ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি। আগামী সপ্তাহে এর ওপর শুনানি হতে পারে।

এর আগে বুধবার (১২ এপ্রিল) মো. জামিল হাসান সিনেমাটির সেন্সর সনদ বাতিল ও প্রদর্শন বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রিপরিষদ সচিব ও তথ্যসচিব বরাবর আবেদন করেন। রিট আবেদনকারীর আইনজীবী মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গত ২ এপ্রিল ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। এতে একজন কুমারীর অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় সমাজে। বিষয়টি নিয়ে সালিশের মাধ্যমে ধর্মীয় বিশ্বাস ও রীতিকে পাশাপাশি দাঁড় করানোর প্রচেষ্টা দেখা যায়।

তিনি বলেন, ‘এ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু সংলাপ ও দৃশ্য রয়েছে বলে মনে হয়েছে। যা দেশের প্রচলিত আইন ও সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ কারণে সিনেমাটির সেন্সর সনদপত্র বাতিল চেয়ে গত ১২ এপ্রিল আপিল বোর্ডে আপিল করা হয়। কিন্তু কোনো ফল না পাওয়ায় এর সেন্সর সনদপত্র বাতিল করে এর প্রচার ও প্রদর্শন বন্ধ চেয়ে করা হয়েছে রিটটি।’

রিট আবেদনে দেখা যায়, আপিল নিষ্পত্তিতে কেন নিষ্ক্রিয়তা আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং সিনেমাটির সেন্সর সনদপত্র স্থগিত করে প্রচার ও প্রদর্শন বন্ধের জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রিট করা হয়েছে।

আদম সিনেমায় অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

হাঙ্গামা/অর্ণব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url