ঈদে ‘পান্তা ভাতে ঘি’

ঈদে ‘পান্তা ভাতে ঘি’
ঈদে ‘পান্তা ভাতে ঘি’

ঈদে ‘পান্তা ভাতে ঘি’


নাট্যাঙ্গন প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ নাটক ‘পান্তা ভাতে ঘি’। এস এ হক অলিকের রচনায় এটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, মানসী প্রকৃতি, সিগ্ধা, শেলী আহসান, ম আ সালাম, রনি, উপমা, বিধান ও আতাউর রহমান। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘পান্তা ভাতে ঘি’ নাটকটি ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, রাতুলের মা তার ভাইয়ের মেয়ে নীলাঞ্জনার সঙ্গে রাতুলের বিয়ে ঠিক করে। এটা তার পরিবারের সবাই জানলেও রাতুল জানে না। এদিন হঠাৎ করেই রাতুল ব্যান্ড বাজিয়ে, ঘোড়ার গাড়িতে চেপে বউ নিয়ে বাড়িতে হাজির হয়। মা খুব রেগে যায় তাকে না জানিয়ে অন্য মেয়েকে বিয়ে করে আনায়। নীলাঞ্জনাও কষ্ট পায়। 

রাতুলের মা যখন রেগে গিয়ে রাতুলকে ত্যাজ্যপুত্র ঘোষণা করতে চায় তখন রাতুল রহস্যের উন্মোচন করে। রাতুল জানায়, সে এভাবে তার ২৭তম জন্মদিন উদযাপন করে সবাইকে চমকে দেওয়ার জন্য এ পন্থা অবলম্বন করেছে। এদিকে, চন্দনা রাতুলের বন্ধু। রাতুলের বাড়ির সকলের সঙ্গেই চন্দনার ভালো সম্পর্ক। তবে রাতুল আর চন্দনার সম্পর্ক সাপে-নেউলে। একজন আরেকজনকে বিপদে ফেলতে পারলে মজা পায়। এভাবেই এগিয়ে যায় ‘পান্তা ভাতে ঘি’।

হাঙ্গামা/ন্যান্সি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url