Saatao : ভারত যাচ্ছে ‘সাঁতাও’

ভারত যাচ্ছে ‘সাঁতাও’
ভারত যাচ্ছে ‘সাঁতাও’


ভারত যাচ্ছে ‘সাঁতাও’


সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’। এরপর দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিলো খন্দকার সুমন পরিচালিত এই সিনেমা। এছাড়াও বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এটি। সেই ধারাবাহিকতায় এবার ভারতে যাচ্ছে ‘সাঁতাও’।

৩ মার্চ ভারতের কেরল প্রদেশের ত্রিশূল শহরে শুরু হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশূল’-র ১৮ তম আসর। যা চলবে ১০ মার্চ পর্যন্ত। এই উৎসবেই মনোনয়ন পেয়েছে সিনেমাটি। এ আসরের ‘ফ্রিপ্রেসি ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’-এর ‘বেস্ট ডেব্যু ইন্টারনাশনাল’ বিভাগে প্রদর্শিত হবে এটি।

রংপুরের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের সংগ্রামী জীবন, সেখানের নারীদের মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্পে নির্মিত হয়েছে ‘সাঁতাও’। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url