Ilias Kanchan : পুরষ্কার পেয়েও খুশি নন ইলিয়াস কাঞ্চন
Ilias Kanchan : পুরষ্কার পেয়েও খুশি নন ইলিয়াস কাঞ্চন |
পুরষ্কার পেয়েও খুশি নন ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। দেশের চলচ্চিত্র শিল্পের অসংখ্য অর্জন রয়েছে তার হাত ধরেই। দেশ বরেন্য এই শিল্পীকে সর্বোচ্চ সম্মান দেয়া হচ্ছে ২০২১ জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হবে তাকে। তবে সিনেমা অঙ্গনের সর্বোচ্চ এই পুরষ্কারেও খুশি নন শিল্পী সমিতির বর্তমান এই সভাপতি।
আজীবন সম্মাননায় কেন খুশি হতে পারেননি ইলিয়াস কাঞ্চন? সে প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে বিস্তর আলাপ হয় তার। আলাপে তিনি বলেন, ‘‘রাষ্ট্র আমাকে সম্মাননা দিয়েছে, এটি অবশ্যই আনন্দের। তবে আজীবন সম্মাননা পেলে একজন শিল্পী যতটুকু খুশি হতে পারেন, আমি ততটুকু হতে পারিনি।’’
খুশি না হতে পারার কারণ হিসেবে বলেন, ‘‘বিগত কয়েক বছর ধরে যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ একটি পুরস্কার যৌথভাবে দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাই না। আমি ভাবছি, কয়েক বছর পর কাকে আজীবন সম্মাননা দেবে? যৌথভাবে দিতে থাকলে তো পরে শিল্পী পাওয়া কঠিন হয়ে যাবে। তাই যাঁরা উপযুক্ত, তাঁদের একজন করেই আজীবন সম্মাননা দেওয়া হোক।’’
দেশ বরেন্য এই অভিনেতা আরও বলেন, ‘‘এবার ডলি জহুরকে আজীবন সম্মাননা দিয়ে আমাকে না হয় পরের বার দিত। তাহলে বিষয়টি আরও ভালো লাগত। যৌথভাবে সম্মাননা দেওয়ার বিষয়টি আমাকে তেমন আনন্দ দিতে পারেনি।’’
প্রসঙ্গত, ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী ডলি জহুরকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পুরস্কারপ্রাপ্তদের চুরান্ত তালিকা প্রকাশ করেছে মন্ত্রনালয়।
হাঙ্গামা/ধ্রুব