Faraaz : ভারতের ১০০ সিনেমাহলে বাংলাদেশের ঘটনা

Faraaz : ভারতের ১০০ সিনেমাহলে বাংলাদেশের ঘটনা
Faraaz : ভারতের ১০০ সিনেমাহলে বাংলাদেশের ঘটনা


ভারতের ১০০ সিনেমাহলে বাংলাদেশের ঘটনা


বাংলাদেশের রাজধানী শহর ঢাকার হোলি আর্টিজানে ঘটে যাওয়া ভয়ংকর সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’। এই সিনেমাটি নির্মাণ করেছেন হংসল মেহতা। নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মুক্তি পেলো সিনেমাটি। 


দিল্লি হাইকোর্ট সিনেমাটির মুক্তি স্থগিত চেয়ে পূর্বে করা আবেদন বাতিল করে দেয় ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এই রায়ের পর সব সংকট কাটিয়ে ০৩ ফেব্রুয়ারি(শুক্রবার) ভারতের ১০০ সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘ফারাজ’।  

এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। ‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।


এদিকে, একই ঘটনাকে উপজীব্য করে চার বছর আগেই বাংলাদেশে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’ নামে আরেকটি সিনেমা। যা নির্মান করেছেন দেশবরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকি। দীর্ঘদিন ধরেই সেন্সর বোর্ডে আটকা পরে আছে আলোচিত এই সিনেমা। 

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url