Arifin Shuvoo : বউ রেখে নন্দিতার উপর ক্রাশ খেলেন শুভ
![]() |
আরিফিন শুভ ও সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা |
বউ রেখে নন্দিতার উপর ক্রাশ খেলেন শুভ
ঢাকাই চলচ্চিতের অভিনেতা আরিফিন শুভকে কখনও তাকে দেখা যায় অ্যাকশনধর্মী আবার কখনও দেখা যায় রোমান্টিক ঘরানায়। তার অভিনয় অনেক নারী ভক্তে হৃদয়েই দোল দেয়। এবার তার হৃদয়ও দুলিয়ে দিল এক নারী। ঘরে বউ রেখে রিতীমতো ঐ নারীর উপর ক্রাশ খেলেন তিনি।
হৃদয় দুলিয়েছে যে নারী তার নাম প্রকাশ করেছেন এই অভিনেতা। সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। এর প্রচারণার উপলক্ষে ‘ট্রুথ আর ট্রুথ’ নামের একটি অনুষ্ঠানে অভিনেত্রী আফসানা আরা বিন্দুর সঙ্গে হাজির হন শুভ। সেসময় আলাপকালে তিনি জানান, তার ক্রাশ স্ত্রী নন বরং একজন গায়িকা। সেই সংগীতশিল্পীর নাম সানজিদা মাহমুদ নন্দিতা।
নন্দিতা প্রসঙ্গে শুভ বলেন, ‘কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে ‘বুলবুলি’ গানটি নন্দিতা এত সুন্দরভাবে গেয়েছে যে তা শুনে আমি তার উপর ক্রাশ খাই। এখন নন্দিতার কণ্ঠের ভক্ত আমি। নিয়মিতই তার গান শুনি। তার গান গাওয়ার দক্ষতা অসাধারণ। তাই তিনি আমার ক্রাশ। তবে আমার কাছে ক্রাশ মানে এমন না যে আমি তাকে জীবনসঙ্গী হিসেবে দেখি।’
হাঙ্গামা/সানজানা