Zakia Bari Mamo : ২ বছর পর কেন মুখ খুললেন মম!
Zakia Bari Mamo : ২ বছর পর কেন মুখ খুললেন মম! |
২ বছর পর কেন মুখ খুললেন মম!
বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ জাকিয়া বারী মম। ব্যাক্তিগত জীবনে প্রেমে পড়েছিলেন নির্মাতা শিহাব শাহীনের। দীর্ঘদিন প্রেমের পর ২০১৫ সালের ২০ নভেম্বর বিয়ে করেন তারা। কিন্তু সেসময় প্রেম ও বিয়ে নিয়ে বেশ লুকোচুরি করেছেন এই অভিনেত্রী ও পরিচালক দম্পতি। কিন্তু কেনো এ লুকোচুরি তার কোনো সদুত্তর দেননি তারা।
মম-শিহাবের বিয়ের চারবছর পর্যন্ত তাদের পরিবার ছাড়া আর কেউই জানতো না সে খবর। তবে ব্যাপক গুঞ্জনের পর ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন দুজনই। কিন্তু এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এক্ষেত্রেও সে খবরটি নিয়ে লুকোচুরি করেছেন মম ও শিহাব। কাউকেই জানতে দেননি তাদের সংসার ভাঙ্গার খবর। অবশেষে বিচ্ছেদের ২ বছর পর গত ২৮ ডিসেম্বর মুখ খুললেন জাকিয়া বারী মম।
এদিন মম জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘‘অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’’
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’’
এদিকে গুঞ্জন উঠেছে ফের বিয়ে করতে যাচ্ছেন নির্মাতা শিহাব শাহীন। সে বিষয়ে জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘‘কিছুদিন আগে আমার নতুন একটা কাজ “মায়াশালিক” রিলিজ হয়েছে। হয়তো কাজের বিষয়টা আড়াল করতে কেউ এটা ছড়াচ্ছে।’’
হাঙ্গামা/ধ্রুব