Web Series : ভারতকে টেক্কা দিতে আসছে বাংলাদেশের এই ৮ সিরিজ

Web Series : ভারতকে টেক্কা দিতে আসছে বাংলাদেশের এই ৮ সিরিজ
Web Series : ভারতকে টেক্কা দিতে আসছে বাংলাদেশের এই ৮ সিরিজ

ভারতকে টেক্কা দিতে আসছে বাংলাদেশের এই ৮ সিরিজ


কয়েক বছর ধরে বাংলাদেশের নির্মাতা ও অভিনয়শিল্পীরা দেশের গন্ডি পেরিয়ে মাতাচ্ছেন প্রতিবেশি দেশ ভারতকেও। বিশেষ করে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিতে চোখ রাখলে যেনো মনে হয় ওটাই ছোট একটি বাংলাদেশে। এরইমধ্যে বাংলাদেশের ওয়েব সিরিজ ‘তাকদির’, ‘মহানগর’, ‘বলি’, ‘কাইজার’ সেখানের দর্শকদের ব্যপক সাড়া ফেলেছে। এছাড়া সাওকির ‘কারাগার’ নিয়ে এখনো উন্মাদনা থামেনি। 

ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ ও হইচই ইতোমধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশে। এরমধ্যে জি-ফাইভ বাংলাদেশ থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিলেও হইচই ক্রমশ বিস্তার ঘটাচ্ছে। এই প্লাটফর্মে যত সফল বাংলা কনটেন্ট রয়েছে তার বেশিরভাগই বাংলাদেশের নির্মাতা ও কুশলীদের। এ কনটেন্টগুলো বাঙলাভাষি ভারতীয়দের কাছেও তুমুল জনপ্রিয়। বলতে গেলে বাংলাদেশের নির্মিত এই সিরিজগুলোই ভারতের কনটেন্টগুলোকে ছাপিয়ে গেছে।


নতুন বছরে সেই রেশ বলবৎ থাকবে। কারণ এই প্লাটফর্মে এবার আসতে যাচ্ছে ৮টি বাংলাদেশি কনটেন্ট। যেগুলো নির্মাণে আছেন তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ। পাশাপাশি নতুন যুক্ত হচ্ছেন সানী সানোয়ার, ফয়সাল আহমেদ, অনম বিশ্বাস, সাফায়েত মনসুর রানা, তানিম রহমান অংশুদের মতো পরীক্ষিত নির্মাতাদের কনটেন্ট।

চলতি বছর বাংলাদেশে নির্মিত হইচই অরিজিনাল সিরিজগুলোর মধ্যে থাকছে- মিশন হান্টডাউন, অ্যা কমন ম্যান, বুকের মধ্যে আগুন, রঙ্গিলা কিতাব, কাইজার লেভেল টু, মহানগর ২, অদৃশ্য এবং ডেল্টা ২০৫১। ২০২৩ সালে হইচই-এ প্রথমবারের মতো যুক্ত হলেন জিয়াউল ফারুক অপূর্ব ও বিদ্যা সিনহা মীম। ফিরতে দেখা যাবে আজমেরী হক বাঁধন এবং মোশাররফ করিমকে। ১৮ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এমনটাই জানিয়েছে হইচই কর্তৃপক্ষ।


প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু কান্ত মোহতা বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে মাত্র পাঁচ বছরের মধ্যেই ভাষাভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে শীর্ষস্থানীয় হতে পেরেছি। এই স্বল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশ থেকে নির্মাণ করা ম্যাসিভ হিট সিরিজসহ ১৩০টির বেশি অরিজিনাল সিরিজ রিলিজ করেছি।’

আরও বলেন, ‘আমরা বাংলাদেশে যাত্রা করি ২০১৯ সালে যখন ওটিটি সম্পর্কে পরিষ্কার কোনও ধারণা ছিল না। কিন্তু আমরা দেখেছি যে এ দেশ থেকে চমৎকার কনটেন্ট তৈরি হচ্ছে। আমরা জানতাম এ দেশের বাজারে আমাদের আসতে হবে। এ দেশে কাজ শুরু করার পর আমরা দারুণ কিছু কনটেন্ট নির্মাণ করেছি, যা বিশ্বব্যাপী সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। আমাদের এই সমৃদ্ধির পেছনের মূল কারিগর আমাদের সাবস্ক্রাইবাররা। এ কারণে আমরা এ দেশ থেকে আরও আটটি নতুন কনটেন্ট রিলিজ করছি এবং এর সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে।’


হইচই বাংলাদেশের দেশীয় অধিকর্তা সাকিব আর খান বলেন, ‘‘হইচই বাংলাদেশ ২০১৯ সালে ‘ঢাকা মেট্রো’ সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা করে। এরপর আমরা আরও ১০টি সিরিজ রিলিজ করেছি, যা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে হইচইয়ের লক্ষ্য সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা, মানুষের কাছে তাদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়া। দর্শকদের জন্য হইচই সহজলভ্য করার জন্য আমরা ইতোমধ্যে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের সঙ্গে একাত্ম হয়েছি। পাশাপাশি আমরা দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। আমরা এ বছর আটটি কনটেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে।’’

হাঙ্গামা/অর্নব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url