Urfi Javed : কিসে কামড়ালো উরফির মুখে?

Urfi Javed : কিসে কামড়ালো উরফির মুখে?
Urfi Javed : কিসে কামড়ালো উরফির মুখে?

কিসে কামড়ালো উরফির মুখে?


ভারতের বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদ। উদ্ভট পোশাক ও ব্যাক্তিগত লাইফস্টাইলের কারণে নিয়মিত সমালোচনায় থাকেন তিনি। বলতে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের হটকেক যেনো এই অভিনেত্রী। ছোট পোশাকে নিয়মিত ছবি পোস্ট করেন উরফি। আর তাতে মঝে থাকেন নেটিজেনরা। এবার এমন এক ছবি পোস্ট করলেন তিনি, যা দেখে সবাই চমকে উঠলেন।


উরফির পোস্ট করা ছবি দেখে নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কি হয়েছে তার? কিসে কামড়ে দিলো উরফির মুখে? ভিমরুল কি তার মুখে হুল ফুটিয়েছে? বলিউডের এই তারকা মডেলের ছবি দেখে ভক্তরা চিন্তিত হলেও এসবের কোনো উত্তর দেননি তিনি। 

২৩ জানুয়ারি (সোমবার) সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন উরফি। সেসব ছবিতে দেখা যায়, উরফির চোখের নীচে কালচে ছোপ, মুখ ফুলে ঢোল! যেন ২০টি ভিমরুল একসঙ্গে হুল ফুটিয়েছে মুখে। ফুলে গিয়েছে ঠোঁটও। পরনে হুডি, মুখের মাস্ক নামিয়ে ছবি তুলে পোস্ট করেছেন উরফি। যদিও আলগা হাসি ধরে রেখেছেন মুখে, তবে যন্ত্রণার ছাপ স্পষ্ট।


ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘কী করে হল এ সব, জানি না। অ্যালার্জি বেরোলে আমাকে কি চেনা যায়?’’ উরফির এমন ছবি দেখে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অনেকেই। আবার বিদ্রুপের তিরও তার দিকেই। কেউ কেউ বলছেন, সৌন্দর্য বাড়াতে গিয়েই কি বার বার অ্যালার্জি হচ্ছে উরফির?

বার বার চর্মরোগের শিকার হচ্ছেন উরফি জাভেদ। চর্মরোগ, না কি অন্য কিছু থেকে অ্যালার্জি? তা অবশ্য ভেঙে বলছেন না। কিছু দিন আগেই সারা গায়ে এবং মুখে অ্যালার্জি বেরিয়েছিল উরফির। সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, ‘‘পোশাক পরলেই আমার গায়ে অ্যালার্জি বেরোয়। তাই তো না পরার পক্ষপাতী।’’


সে কথা এই ছবির কমেন্টেও মনে করিয়ে দিলেন নেটিজেনরা। একজন লিখলেন, ‘‘কোনও ভাবে কি বেশি জামাকাপড় চাপিয়ে নিয়েছিলেন?’’ তবে অনেকে আবার লিখেছেন ভিন্ন কথা। তারা লিখেছেন, উরফি নাকি সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছেন। তাঁর সাম্প্রতিক কয়েকটি ছবি দেখে জল্পনা, চোখের নীচের অংশ এবং ঠোঁট ভরাট করতে ফিলার ইনজেকশন নিয়েছেন উরফি। এ সবের পার্শ্বপ্রতিক্রিয়াতেই নাকি বার বার অ্যালার্জি হচ্ছে তাঁর! যদিও এ বিষয়ে কিছুই জানাননি উরফি।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url