Subah : রাজ-পরী ইস্যুতে চটলেন সুবাহ
![]() |
রাজ-পরী ইস্যুতে চটলেন সুবাহ |
রাজ-পরী ইস্যুতে চটলেন সুবাহ
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি রাজ-পরীর সম্পর্কে চলছে ভাঙনের ঝড়। বিয়ের এক বছর না যেতেই আলাদা হয়ে গেলেন তারা। সে খবর চিত্রনায়িকা পরীমণি নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
৩১ ডিসেম্বর রাত ১২ টা ৪০ মিনিটে ফেসবুকে দেয়া একটি পোস্টে পরীমণি লিখেছেন, “হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।”
জনপ্রিয় নায়িকার এমন পোস্টে দেশব্যাপী শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমে চলছে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ। অনেক নেটিজেনই পরীমণিকে নিয়ে বাজে ও বিভ্রান্তিকর ভুল তথ্য ছড়াচ্ছেন। এদের এমন মন্তব্যে অনেকে অবশ্য প্রতিবাদও করছেন।
এবার রাজ-পরীর বিচ্ছেদের ইস্যুতে কটাক্ষকারী নেটিজেনদের উপর চটেছেন আরেক আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পরীর পক্ষ নিয়ে একটি পোস্ট করেন তিনি। যেখানে নেটিজেনদের প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা গেছে তাকে।
পরীমণিকে ট্যাগ করা সেই ফেসবুক পোস্টে সুবাহ লিখেছেন, “আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে লিখেছেন বিয়ে এবং তালাকের কথা। এজন্য সুরা তালাক ও নাযিল করেছেন। তাই একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিচ্ছেদ বা তালাকের কথা শুনে মজা নেওয়ার কিছু নাই। নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, কারো না কারো বিচ্ছেদ বা তালাক হয়েছে।”
‘বসন্ত বিকেল’ সিনেমার এই নায়িকা আরও যোগ করেন, “যে অন্যের পিছে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ করে থাকে। আল্লাহ এই পরনিন্দা পরচর্চাকারীদের যেন হেদায়েত দান করেন আর বোঝার তৌফিক দান করেন-আমিন।”
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মাঝে গত বছর (১৭ অক্টোবর) ভালোবেসে হাত ধরেছিলেন উঠতি অভিনেতা শরিফুল রাজের। ৭ দিনের প্রেমের পর গোপনে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই দম্পতি। এরইমধ্যে গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
হাঙ্গামা/ধ্রুব