Shonibar Bikel : ‘ফারাজ’ নির্মাতা ‘শনিবার বিকেল’ নিয়ে যা বললেন ফারুকীকে
‘ফারাজ’ নির্মাতা ‘শনিবার বিকেল’ নিয়ে যা বললেন ফারুকীকে |
‘ফারাজ’ নির্মাতা ‘শনিবার বিকেল’ নিয়ে যা বললেন ফারুকীকে
ঢাকার হলি আর্টিজানে সংঘটিত জঙ্গি হামলা নিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশেই তৈরি হয়েছে সিনেমা। ইতোমধ্যে সিনেমা দুটি মুক্তির ঘোষণাও এসেছে। যদিও ভারতে নির্মিত ‘ফারাজ’এর চারবছর আগেই বাংলাদেশে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। কিন্তু সেন্সর বোর্ডের তালবাহানায় এতোদিন আটকে ছিলো ছবিটি। অবশেষে মুক্তির জন্য সব বাঁধা পেড়োলো ঢালিউডের সিনেমাটি।
২১ জানুয়ারি (শনিবার) দুপুরে খবর এলো ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই! এদিন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটির কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ছবিটি। কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত নিশ্চিত করেছেন, শর্ত সাপেক্ষে ছবিটি মুক্তিতে বাধা নেই।
ফারুকীর দৃঢ় প্রত্যাশা, আগামী দুই শুক্রবারের যেকোনও একটিতে প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি দেবেন। অর্থাৎ বলিউডের ‘ফারাজ’ (একই ঘটনার ছায়ায় নির্মিত ছবি, যেটা মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি) মুক্তির আগেই দেশের মানুষের সামনে নিজের ছবিটি আনতে চান ‘টেলিভিশন’ নির্মাতা। এ আনন্দের খবর সামাজিক মাধ্যমেও শেয়ার করেছেন ফারুকী। সেখানে তাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়া অনেকেই বিভিন্ন কথা বলে মন্তব্য করেছেন। তবে একটি বিশেষ মন্তব্য সবার দৃষ্টি কেড়েছে। সেটি হলো বলিউডের খ্যাতিমান নির্মাতা হানসাল মেহতা। যিনি ‘ফারাজ’ ছবিটির পরিচালক।
ফারুকীকে ‘বন্ধু’ সম্বোধন করে হানসাল মেহতা লিখেছেন, ‘‘অনেক অভিনন্দন বন্ধু; ভালোবাসা জানাই অন্যপাশ থেকে।’’ প্রতিবেশী দেশ থেকে বন্ধুর এই শুভেচ্ছায় সাড়া দিয়েছেন ফারুকীও। ‘হার্ট’ ইমোজিতে জানিয়েছেন ভালোবাসা। লিখেছেন, ‘অবশ্যই কমরেড।’ তাদের এই শুভেচ্ছা বিনিময় উল্লেখযোগ্য এ কারণে, প্রথমত একই বিষয়ে দুজনে কাছাকাছি সময়ে দুটি ছবি বানিয়েছেন। এবং দুটো ছবি মুক্তি নিয়ে তারা নানাবিধ বাধার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন।
এদিকে ‘শনিবার বিকেল’র বাধামুক্তি নিয়ে ফারুকী বলেছেন, “আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড ‘শনিবার বিকেল’ ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওনারা হয়তো ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি ওনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দেবেন, যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ‘ফারাজ’র সঙ্গে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।’’
সবশেষে কিছুটা ক্লান্তির সুরেই বললেন, ‘আমার মতো এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেন কোনও ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয় দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনও মানে নাই।’
উল্লেখ্য, ‘শনিবার বিকেল’-এ অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার প্রমুখ। অন্যদিকে বলিউডের ‘ফারাজ’-এ অভিনয় করেছেন জুহি বাব্বার, আমির আলি, আদিত্য রাওয়াল, জাহান কাপুর প্রমুখ। এটি প্রযোজনা করেছে টি সিরিজ।
হাঙ্গামা/ধ্রুব