Sariful Razz : ‘‘পরীমণিকে অনেক ভালোবাসি’’
Sariful Razz : ‘‘পরীমণিকে অনেক ভালোবাসি’’ |
‘‘পরীমণিকে অনেক ভালোবাসি’’
ঢাকাই সিনেমায় আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণি। কয়েক দিন আগে স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবন ইতি টানার ঘোষণা দিয়ে বেশ আলোড়ন তুলেন পরীমণি। নেটিজেনরাও ঘাবড়ে গিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো টিকছে না রাজ-পরীর সংসার। সেসব এখন অতীত। এখন ভালোবাসায় ভরপুর সংসার যাপন করছেন তারা। রাজের কথায়ই সেটা বোঝা গেল।
২১ জানুয়ারি (শনিবার) একটি পার্লার উদ্বোধনে গিয়েছিলেন রাজ-পরী দম্পতি। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় জানান, পরীমণি অনেক ভালো। তাকে সবসময় ভালোবাসেন তিনি।
রাজ বলেন, ‘‘পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি।’’ স্ত্রীকে দুষ্টু আখ্যা দিয়ে এ নায়ক আরও বলেন, ‘‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি।’’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
হাঙ্গামা/মৃদুলা