Sariful Razz : শরিফুল রাজ বললেন ‘না, আর হবে না’
![]() |
শরিফুল রাজ বললেন ‘না, আর হবে না’ |
শরিফুল রাজ বললেন ‘না, আর হবে না’
গত তিন দিন ধরে সিনেমা পাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত সরগরম ঢালিউড অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের সংসার ভাঙাকে কেন্দ্র করে। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ পর্যন্ত তুলেছেন পরী। ফেসবুক বেশ কয়েকটি পোস্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন এই সংসার আর টিকছে না। তবে এ বিষয়ে এতোদিন শরিফুল রাজ মুখে কুলুপ এটে থাকলেও এবার বললেন, ‘না, আর হবে না’।
গত ৩১ ডিসেম্বর রাত ১২ টা ৪০ মিনিটে ফেসবুকে সংসার ভাঙার বিষয়ে পোস্ট করেন পরীমণি। সে পোস্টে তিনি লেখেন, “হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।”
এরপর সাংবাদিকদের ফোনকলে জানান তিনি রাজের বাসা থেকে বের হয়ে গেছেন। যদিও রাজের বাবা জানিয়েছেন, তারা একসাথেই আছেন। পরবর্তীতে জানা যায়, ঐদিন বিকেলে পরী রাজের বাসায় ফিরেছেন। সেসময় তার ভক্ত অনুরাগিরা আশা করছিলেন, এই বুঝি দুজন আবার এক হয়ে যাবেন। কিন্তু না, তা আর হয়নি। ১লা জানুয়ারি খুব ভোরে দেয়া পরীমণির একটি স্ট্যাটাসে বিচ্ছেদের আশঙ্কা আরো তীব্র হয়।
সে পোস্টে পরী তার বিছানা ও বালিশের ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে বেশ অনেক স্থানে রক্তে মেখে আছে। তার ক্যাপশনে এই নায়িকা লেখেন, “হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং।” এতে ধারণা করা হয়, রাজের আঘাতেই রক্ত ঝরেছে পরীর।
সাংবাদিক সম্মেলনের আয়োজন করেননি পরী। তবে তিনি ফেসবুকে সে প্রসঙ্গে বলেছেন, “আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।”
পরীমণি ও শরিফুল রাজ আলাদা হয়ে গেলেও এখোনো তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। গত কয়েকদিন ধরে পরীমণি মুখ খুললেও চুপ ছিলেন রাজ। এবার তিনিও বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন। পরীমণির গায়ে হাত তোলার অভিযোগের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমে রাজ বলেন, “আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।”
সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, আর হবে না।” সঙ্গে পরীর দেয়া পোস্টকে ইঙ্গিত করে রাজ যুক্ত করেন, “মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।”
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মাঝে গত বছর (১৭ অক্টোবর) ভালোবেসে হাত ধরেছিলেন উঠতি অভিনেতা শরিফুল রাজের। ৭ দিনের প্রেমের পর গোপনে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই দম্পতি। এরইমধ্যে গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
হাঙ্গামা/ধ্রুব